পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের বিরোধিতায় শীর্ষ আদালতে মহারাষ্ট্র সরকার

বম্বে হাইকোর্টের রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল মহারাষ্ট্র সরকার ৷ সোমবারই অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট ৷ আর তারপরই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অনিল ৷ আর এবার তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত রুখতে শীর্ষ আদালতের দ্বারস্থ হল উদ্ধব ঠাকরের সরকার ৷

Maharashtra govt moves SC against HC order directing CBI probe against Anil Deshmukh
বম্বে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ মহারাষ্ট্র সরকার

By

Published : Apr 6, 2021, 7:59 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল :রাজ্য়ের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট, মঙ্গলবার সেই রায়কে চ্য়ালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল মহারাষ্ট্র সরকার ৷ এই প্রসঙ্গে এদিন রাজ্য়ের আইনজীবী সচিন পাতিল বলেন, ‘‘গতকাল বম্বে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি ৷’’

প্রসঙ্গত, সোমবারই অনিলের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷ তারপরই স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অনিল ৷ তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ৷ তারই প্রেক্ষিতে বম্বে হাইকোর্টে রুজু হয় তিনটি জনস্বার্থ মামলা ৷

আরও পড়ুন :পদত্যাগ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ

সোমবার অনিল দেশমুখের বিরুদ্ধে চলা মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, অনিল দেশমুখ রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাই পুলিশের পক্ষে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় ৷ আদালত তার 52 পাতার নির্দেশে সিবিআইকে দুর্নীতির তদন্তভার দেয় ৷ বলা হয়, 15 দিনের মধ্যেই শেষ করতে হবে তদন্তের যাবতীয় প্রক্রিয়া ৷

তবে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অনিল দেশমুখ ৷ সোমবার বম্বে হাইকোর্টে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই তিনি বলেন, ‘‘নৈতিকতার প্রশ্নেই’’ তাঁর পক্ষে আর মন্ত্রী পদে থাকা সম্ভব নয় ৷ সোমবারই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি ৷ তাঁর জায়গায় স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয় এনসিপি-র দিলীপ ওয়ালসে পাতিলকে ৷

ABOUT THE AUTHOR

...view details