পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Sanjay Raut: আমন্ত্রণ না-পেলেও মারাঠা সংরক্ষণ নিয়ে সর্বদলীয় বৈঠকে হাজির উদ্ধব গোষ্ঠীর বিধায়করা

Maharashtra Govt holds All Party Meeting: আমন্ত্রণ না-পেলেও মারাঠা সংরক্ষণ নিয়ে মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে হাজির হলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়করা ৷ এ বিষয়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সঞ্জয় রাউত ৷

Maharashtra Govt holds All Party Meeting
উদ্ধব ঠাকরে

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 4:06 PM IST

মুম্বই, 1 নভেম্বর: মুম্বইয়ের সহ্যাদ্রি গেস্ট হাউসে আজ মুম্বই মারাঠা সংরক্ষণ ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডেকেছিল মহারাষ্ট্র সরকার । তবে সেই বৈঠকে উদ্ধব ঠাকরের দলের বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ৷ যদিও বাস্তবে দেখা যায়, ঠাকরে গোষ্ঠীর বিধায়করা উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে ৷ ঠিক কী ঘটেছে ?

মারাঠা সংরক্ষণের দাবিতে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আজ মুম্বইয়ের সহ্যাদ্রি গেস্ট হাউসে সরকারের তরফে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল । শিবসেনার ঠাকরে গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেন যে, সেই বৈঠকে উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানানো হয়নি । তবে উদ্ধবকে আমন্ত্রণ না জানানো হলেও তাঁর দলের তরফে বলা হয়েছে যে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) মারাঠা সংরক্ষণের জন্য কোনও রাজনীতি না করে এই বৈঠকে তাদের বিধায়কদের পাঠানো হয়েছে ।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে গ্রুপের প্রধান উদ্ধব ঠাকরেকে আজকের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি । উদ্ধব ঠাকরে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিধান পরিষদের সদস্য । সরকার অশোক চ্যহ্বান এবং পৃথ্বীরাজ চ্যহ্বানকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিল । তবে উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানানো হয়নি । তবে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দল মহানুভবতা দেখিয়ে মারাঠা সংরক্ষণের তাগিদে তাঁদের বিধায়কদের সেই বৈঠকে পাঠিয়েছে বলে দলের তরফে জানানো হয় ৷

আরও পড়ুন:শিন্ডে-সহ 16 শিবসেনা বিধায়কের ভাগ্য নির্ধারণে সময়সীমা নির্ধারণ সুপ্রিম কোর্টের

মুম্বইয়ে নিজের বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ সঞ্জয় রাউত সরকারকে এ দিন কড়া ভাষায় আক্রমণ করেন । তিনি বলেন, "সংরক্ষণের ইস্যুটি সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ । সংকীর্ণ মানসিকতা এই সমস্যার সমাধান করবে না । এই ইস্যুকে রাজনীতিকরণ করা উচিত নয় । এটি আমাদের ইস্যু । এটি আমাদের ভূমিকা । মহারাষ্ট্রে আগুন লাগলে সব দলেরই আসা উচিত । একসঙ্গে একটি উপায় খুঁজে বের করুন । তবে সর্বদলীয় বৈঠকে আয়ার গায়েরে নাথুলালকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর কোনও বিধায়ক নেই । দলের অস্তিত্ব নেই । একজন বিধায়ক আছে । তাঁদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে । তবে যে শিবসেনার 16 জন বিধায়ক এবং ছয়জন সাংসদ রয়েছে, তাদের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, এটি তাঁদের সংকীর্ণ মানসিকতা ।" মুখ্যমন্ত্রী এবং সরকার কাপুরুষের মতো আচরণ করেছে বলে সমালোচনা করেছেন সঞ্জয় রাউত ।

তবে দলের সাংসদ এবং মুখপাত্র সঞ্জয় রাউত স্পষ্ট করেছেন যে, দলের প্রধান উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার কোনও প্রশ্নই আসে না । এমনকি গণমাধ্যমে প্রকাশিত আমন্ত্রণপত্রেও শিবসেনার প্রতিনিধি হিসেবে কারও নাম দেখা যায়নি । ব্যতিক্রম অম্বাদাস দানভের নাম । শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) যুক্তি দিয়েছিল যে, দানভেকে শিবসেনার প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয়নি, রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসাবে বিধান পরিষদের বিরোধী দলনেতা হিসাবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে । তাঁর দলের প্রতিনিধিরা সভায় যোগ দেবেন না বলে সঞ্জয় রাউত দাবি করলেও তাঁর দলের অনিল পরব এবং সুনীল প্রভু এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ৷ তাহলে শিবসেনার সঠিক আনুষ্ঠানিক ভূমিকা কী? দলে কি সমন্বয় নেই ? এই প্রশ্নগুলি আবার মাথাচাড়া দিতে শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details