মুম্বই , 30 এপ্রিল : লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে ৷ 15 মে সকাল 7টা পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র সরকার ৷ করোনা পরিস্থিতির কোনওরকম উন্নতি না হওয়ায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যসচিব সীতারাম কুন্তে ৷ তিনি বলেন , সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধি জরুরি ছিল ৷
এর আগে 14 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার ৷ আগামীকালই তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ৷ কিন্তু, মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি কোনওভাবেই নিয়ন্ত্রণে আসছে না ৷ উত্তোরত্তর বেড়ে চলেছে সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে আরও 15 দিন লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এই লকডাউনে নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার ৷ সিআরপিসির 144 নম্বর ধারা অনুসারে, এক জায়গায় পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷