মুম্বই, 25 মে : দেশজুড়ে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যেই এ বার এই রোগকে মহামারি রোগ আইনের আওতায় নোটিফায়েড ডিজিজের তকমা দিল মহারাষ্ট্রও ৷ সরকারের এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ৷
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "রাজ্যে 2,245 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছেন ৷ রাজ্য সরকার এই রোগকে নোটিফায়েড রোগ হিসেবে চিহ্নিত করেছে ৷" মহাত্মা জ্য়োতিবা ফুলে জন আরোগ্য যোজনায় এই রোগে আক্রান্ত রোগীরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা পাবেন বলেও জানান তোপে ৷ তিনি আরও জানিয়েছেন, এই রোগের সংক্রমণ রুখতে মহারাষ্ট্র সরকার জুনের পর থেকেই অ্যামফোটেরিসিন-বি-এর 60,000-এরও বেশি ভায়াল হাতে পেয়ে যাবে ৷ কেন্দ্রের বর্তমান বরাদ্দের সঙ্গে এই বাড়তি সরবরাহ সংক্রমণ রুখতে কার্যকরী হবে বলে আশা প্রকাশ করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী ৷