নাগপুর, 22 ডিসেম্বর: মহিলাদের জন্য চালু হচ্ছে নয়া সংরক্ষণব্যবস্থা ৷ এবার তাঁরা সংরক্ষণের সুবিধা পাবেন গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে (Car Parking) ৷ জনগণের ব্যবহারের জন্য নির্মিত পার্কিং স্থানগুলির 20 শতাংশ (20 Percent Quota for Women Drivers) সংরক্ষিত থাকবে শুধুমাত্র মহিলা চালকদের জন্য ৷ এই সুবিধা দেবে মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা চালকরা যাতে সহজেই পার্কিং প্লেসে তাঁদের জন্য সংরক্ষিত এলাকা চিনে নিতে পারেন, তার জন্য ওই অংশে নির্দিষ্ট বোর্ড লাগিয়ে দেওয়া হবে ৷ আগামী কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া সেরে ফেলা হবে ৷ রাজ্যের নারী ও শিশুকল্য়াণ মন্ত্রী মঙ্গল প্রভাবত লোধা বুধবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন ৷