মুম্বই , 12 মে : সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার কথা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ শিক্ষা ও সরকারি কর্মসংস্থানে অন্তত 12 থেকে 13 শতাংশ সংরক্ষণের দাবি জানান তিনি ৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী লিখেছেন, "2020 সালের 3121 নং দেওয়ানী আবেদন এবং অন্যান্য সংযুক্ত বিষয়গুলিতে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ (পাঁচ বিচারকের সমন্বয়ে) দ্বারা প্রদত্ত রায় এবং অন্যান্য সংযুক্ত বিষয়গুলি আপনাকে এই চিঠিটি লিখতে আমাকে সুযোগ দিয়েছে ৷ আপনাকে একান্ত অনুরোধ সহ জানাচ্ছি, আমার রাজ্য থেকে মারাঠা সম্প্রদায়কে আইন অনুসারে, নূন্যতম শিক্ষার ক্ষেত্রে 12 শতাংশ এবং সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে 13 শতাংশ রিজার্ভেশন দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক ৷"
তিনি বলেছেন, বিবেচনার জন্য খুব শীঘ্রই তিনি এই বিষয়টা নিয়ে বিশদে নিজ বর্ণনামূলক একটি উপস্থাপনা প্রেরণ করবেন ৷ ঠাকরে আরও বলেছেন, "আমার রাজ্য সহ আমাদের দেশের বিভিন্ন রাজ্যেই এটা বিতর্কের বিষয় যে , উপরোক্ত 102 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে "সামাজিক ও শিক্ষামূলকভাবে পিছিয়ে পড়া শ্রেণি" (এসইবিসি) শনাক্তকরণ এবং সংরক্ষণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের ক্ষমতা এবং কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়নি ।"