নয়াদিল্লি, 3 জুলাই:উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে চলা চাপা উত্তেজনার মধ্যেই গত মাসে মহারাষ্ট্রে প্রায় একই ভাবে হওয়া হত্যাকাণ্ডের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry orders NIA probe)৷ উদয়পুরের হত্যাকাণ্ডের মাত্র সপ্তাহখানেক আগেই একই ভাবে গলার নলি কেটে খুন করা হয় মহারাষ্ট্রের অমরাবতীর রসায়নবিদকে (Nupur Sharma latest news)৷ দুটি ঘটনার সঙ্গেই জড়িয়ে রয়েছে বিজেপি থেকে বরখাস্ত হওয়া নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য (Maharashtra chemist killing case)৷ সেই মন্তব্যের সমর্থন করার জন্যই মহারাষ্ট্র ও উদয়পুরে দুই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ অমরাবতীর হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ (Maha chemist killed for supporting Nupur)৷
গত 21 জুন অমরাবতীতে বাড়ি ফেরার পথে খুন হন 54 বছরের উমেশ কোলহে ৷ বাইকে চেপে এসে তাঁকে হত্যা করে পালায় দুই দুষ্কৃতী ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে ৷ সবাই অমরাবতীর বাসিন্দা ৷ যে ছুরি দিয়ে তাঁকে হত্যা করা হয়েছিল, সেটিও উদ্ধার হয় ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, রাত প্রায় 10টা নাগাদ উমেশকে অনুসরণ করা শুরু করে হামলাকারীরা ৷ অন্য একটি গাড়িতে যাচ্ছিলেন উমেশের 27 বছরের ছেলে ও তাঁর স্ত্রী ৷
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয় যে, এই হত্যার তদন্তের ভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ টুইটে লেখা ছিল, "21 জুন মহারাষ্ট্রের অমরাবতীতে শ্রী উমেশ কোলহের বর্বরোচিত হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব এনআইএ-কে দেওয়া হল ৷" এর আগে অমরাবতীর ডিসিপি বিক্রম সালি বলেছিলেন যে, পেশায় রসায়নবিদ উমেশ নূপুর শর্মার মন্তব্যের পক্ষে সওয়াল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ৷ সেই পোস্টের কারণেই তাঁকে খুন হতে হয়েছে ৷