পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PFI Activists Arrested: রায়গড়ে 4 পিএফআই কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস - PFI Banned

রায়গড়ের কাছে পানভেল থেকে 4 জন পিএফআই কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস (PFI Activists Arrested)৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে তাঁদের গ্রেফতার করা হয় (Maharashtra ATS arrests PFI activists)৷

Maharashtra ATS arrests 4 PFI activists from Raigad district
রায়গড়ে 4 পিএফআই কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস

By

Published : Oct 20, 2022, 12:10 PM IST

মুম্বই, 20 অক্টোবর: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর চারজন কর্মীকে গ্রেফতার (PFI Activists Arrested) করল মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ৷ বৃহস্পতিবার এক আধিকারিক জানিয়েছেন, রায়গড় জেলার কাছেই পানভেল থেকে নিষিদ্ধ সংগঠনের চারজনকে গ্রেফতার করা হয়েছে (Maharashtra ATS arrests PFI activists)৷ ধৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠনের রাজ্য সম্প্রসারণ কমিটির একজন স্থানীয় সদস্য, একজন স্থানীয় ইউনিট সেক্রেটারি এবং অন্য দুইজন কর্মী ৷

ওই আধিকারিক আরও জানিয়েছেন, পিএফআই-এর দু'জন নেতা এবং কয়েকজন কর্মীদের মধ্যে পানভেলে একটি বৈঠক হতে চলেছে বলে সুনির্দিষ্ট তথ্য ছিল এটিএস-এর কাছে ৷ সেই মতোই এটিএস-এর একটি দল মুম্বই থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত পানভেলে আচমকা তল্লাশি অভিযান চালায় এবং তখনই আটক করা হয় চারজন পিএফআই কর্মীকে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদের পর চারজনকে কঠোর বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের 10নং ধারায় গ্রেফতার করা হয় ৷ মামলা করা হয় মুম্বই এটিএসের কালাচৌকি শাখায় ৷ এই মামলায় তদন্ত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

আরও পড়ুন:ভোল বদলে গোপনে চলছে পিএফআই-এর কার্যকলাপ, সতর্কতা জারি লালবাজারের

আইসিস-এর মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে "সম্পর্ক" থাকার অভিযোগে কেন্দ্রীয় সরকার গত মাসে পিএফআই এবং তার সহযোগীদের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল । গত মাসে একাধিক রাজ্যে অভিযান চালিয়ে পিএফআই-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 250 জনেরও বেশি লোককে আটক বা গ্রেফতার করা হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details