পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা বাগে আনতে মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন, নাইট কার্ফু - কোভিড-19

করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৷ দু’দিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, করোনা বাগে আনতে প্রয়োজনে আবারও লকডাউনের পথে হাঁটতে পারে তাঁর সরকার ৷ রবিবার মন্ত্রিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠকও করেন তিনি ৷ তারপরই উইকেন্ড লকডাউন ও নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

Maharashtra Announces Night Curfew, Weekend Lockdown Amid Covid Spike
করোনা বাগে আনতে মহারাষ্ট্রে উইকেন্ড লকডাউন ঘোষণা

By

Published : Apr 4, 2021, 6:59 PM IST

Updated : Apr 4, 2021, 8:12 PM IST

মুম্বই, 4 এপ্রিল :করোনার দাপট বাগে আনতে সপ্তাহান্তে লকডাউন ঘোষণা করল মহারাষ্ট্র সরকার ৷ যা কার্যকর থাকবে শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ৷ একইসঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজ্যজুড়ে জারি করা হচ্ছে নাইট কার্ফু ৷ যা আগামিকাল থেকে কার্যকর করা হবে ৷ রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাইট কার্ফু চলবে ৷ এমনকী, দিনের বেলাতেও একসঙ্গে পাঁচজন বা তার বেশি লোকের জমায়েতের উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ বন্ধ থাকছে শপিং মল, রেস্তরাঁ এবং বার ৷ তবে হোম ডেলিভারি-সহ অত্যাবশ্যকীয় যাবতীয় পরিষেবা বহাল থাকবে ৷

সপ্তাহান্তে লকডাউন ও নাইট কার্ফু ছাড়াও মহারাষ্ট্র সরকার অসংখ্য বিধিনিষেধ আরোপ করেছে ৷ কারখানা ও নির্মাণস্থলগুলিতে কাজ চলবে ৷ তবে তা করতে হবে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে ৷ সবজি বাজারেও ভিড় নিয়ন্ত্রণে রাখতে হবে ৷ ভিড়কে দূরে রেখে চলবে সিনেমার শুটিংয়ের কাজও ৷ তবে সিনেমা হলগুলি আপাতত বন্ধই থাকবে ৷ সপ্তাহ শেষে শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উইকেন্ড কারফিউ চলবে ৷ সেই সময় অত্যাবশ্যকীয় পরিষেবার বাইরে সমস্ত কিছুই বন্ধ রাখতে হবে ৷ ট্র্যাফিক নিয়ন্ত্রণে নতুন কোনও ঘোষণা না থাকলেও আগের নির্দেশিকা মোতাবেক, গণপরিবহণগুলিতে একসঙ্গে সর্বাধিক 50 শতাংশ যাত্রী তোলা যাবে ৷

আরও পড়ুন :উদ্বেগে উদ্ধব, লকডাউনের হুঁশিয়ারি দিলেন রাজ্যবাসীকে

দু’দিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, করোনা বাগে আনতে প্রয়োজনে আবারও লকডাউনের পথে হাঁটতে পারে তাঁর সরকার ৷ রবিবার মন্ত্রিগোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই বিষয়ে জরুরি বৈঠকও করেন তিনি ৷ তারপরই সপ্তাহান্তে লকডাউন ও নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

প্রসঙ্গত, শনিবার মহারাষ্ট্রে নতুন করে প্রায় 50 হাজার করোনা রোগীর সন্ধান মিলেছে ৷ যা গোটা দেশের দৈনিক সংক্রমণের প্রায় 60 শতাংশ ৷ শুক্রবারও এই সংখ্যাটা ছিল 48 হাজারের কাছাকাছি ৷

করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে শুক্রবারই পুণে জেলা প্রশাসন 12 ঘণ্টার নাইট কার্ফু জারি করে ৷ একইসঙ্গে, শপিং মল, ধর্মস্থান, হোটেল, বার এবং বেসরকারি বাস এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় ৷

Last Updated : Apr 4, 2021, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details