পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 21, 2021, 12:30 PM IST

Updated : May 21, 2021, 2:53 PM IST

ETV Bharat / bharat

মহারাষ্ট্রের গড়চিরোলিতে এনকাউন্টারে মৃত্যু অন্তত 13 মাওবাদীর

মহারাষ্ট্রে গড়চিরোলিতে মাওবাদীদের সঙ্গে তীব্র গুলিবিনিময় বাহিনীর ৷ প্রায় ঘণ্টাখানেকের এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্তত 13 জন মাওবাদীর ৷

maharashtra-13-maoists-killed-in-encounter-with-police-in-gadchiroli
মহারাষ্ট্রের গড়চিরোলিতে এনকাউন্টারে মৃত 13 মাওবাদী

মুম্বই, 21 মে:মহারাষ্ট্রে গড়চিরোলিতে এনকাউন্টারে মৃত্যু হল অন্তত 13 জন মাওবাদীর ৷ শুক্রবার সকালে শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, মহারাষ্ট্র পুলিশের সি-60 কম্যান্ডোদের সঙ্গে মাওবাদীদের তীব্র গুলিবিনিময় হয় ৷

গড়চিরোলির ডিআইজি সন্দীপ পাতিল সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, নিজেদের মধ্যে বৈঠক করার জন্য কোটমির কাছে জঙ্গল এলাকায় জড়ো হয়েছিল মাওবাদীদের একটি দল ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বাহিনী ৷ আজ ভোর 5.30টা নাগাদ শুরু হয় এনকাউন্টার ৷ পাতিলের কথায়, "বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশের সি-60 কম্যান্ডো জঙ্গলে তল্লাশি অভিযান চালায় ৷" মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালে পাল্টা গুলি চালান কম্যান্ডোরা ৷ এনকাউন্টার চলে প্রায় ঘণ্টাখানেক ৷ তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় অন্তত 13 জন মাওবাদীর ৷ বাকিরা জঙ্গলে গা ঢাকা দেয় বলে জানিয়েছেন গড়চিরোলির পুলিশ সুপার অঙ্কিত গয়াল ৷

আরও পড়ুন:মাওবাদী, তৃণমূল ও বিজেপিকে একসূত্রে বেঁধে আক্রমণ সুশান্তর

মৃত মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে ৷ ওই এলাকায় আরও কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চলছে চিরুনি তল্লাশি ৷

ওই একই জেলায় মাস দুয়েক আগেই বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল পাঁচজন মাওবাদীর ৷ তাঁদের মাথার দাম ছিল 43 লাখ টাকা ৷

Last Updated : May 21, 2021, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details