থানে, 18 মে : 63টি বাক্সে মোট 12 হাজার জিলেটিন স্টিক উদ্ধার হল ৷ একইসঙ্গে চারটি বাক্সে উদ্ধার হল 3 হাজার 8টি ডিটোনেটর ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্দি টাউনশিপে ৷
থানে পুলিশের সিনিয়র ইন্সপেক্টর কৃষ্ণা কোকনি মঙ্গলবার জানিয়েছেন, সোমবারই চিনচোটি রোড লাগোয়া একটি ফার্ম হাউসে অভিযান চালায় পুলিশ ৷ অভিযান চালান থানে পুলিসের ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা ৷ তাতেই মেলে সাফল্য ৷
কৃষ্ণা কোকনি জানিয়েছেন, সোমবার অভিযানে উদ্ধার হওয়ার বিস্ফোরক সামগ্রীর বাজারদর প্রায় 2 লাখ 42 হাজার 600 টাকা ৷ অভিযানের পর ওই ফার্ম হাউসের মালিক গুরুনাথ কাশীনাথ মাত্রেকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিস্ফোরক আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুন :জেলে বসেই বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ছক আইএম জঙ্গির ?
ধৃতের বিরুদ্ধে অভিযোগ হল, অনুমোদন ছাড়াই প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করেছিলেন তিনি ৷ যা একেবারেই বেআইনি ৷ তবে এই মজুদারির পিছনে অন্য কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ৷