নয়াদিল্লি, 3 নভেম্বর: মহাদেব বেটিং অ্যাপের তরফে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে প্রায় 508 কোটি টাকা দেওয়া হয়েছে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ একই সঙ্গে বিষয়টি তদন্তের আওতায় আছে বলেও জানিয়েছে ইডি ৷
বেটিং অ্য়াপের অভিযুক্ত এজেন্ট 38 বছর বয়সী অসীম দাসের থেকে 5.39 কোটি টাকা নগদ উদ্ধারের পর রায়পুরে ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, তাকে সংযুক্ত আরব আমিরশাহী থেকে অ্যাপ প্রমোটাররা বিশেষ করে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির নির্বাচনী খরচের জন্য প্রচুর পরিমাণে নগদ সরবরাহ করেছে ৷ বিবৃতিতে ইডি জানিয়েছে, "অসীম দাস স্বীকার করেছেন, বাজেয়াপ্ত তহবিলগুলি মহাদেব অ্যাপের তরফে ছত্তিশগড় রাজ্যে আসন্ন নির্বাচনী খরচের জন্য এক রাজনীতিবিদ 'বাঘেল'-এর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ৷"
পাশাপাশি আরও বলা হয়েছে, "অসীম দাসের কাছ থেকে উদ্ধার হওয়া ফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়ছে ৷ যা থেকে শুবম সোনির (মহাদেব নেটওয়ার্কের উচ্চপদস্থ অভিযুক্তদের একজন) পাঠানো একটি ইমেল ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে ৷ আর যা থেকে সাফ হয়েছে, নিয়মিত অর্থ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 508 কোটি টাকা মহাদেব অ্যাপ প্রমোটাররা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে দিয়েছেন ৷"
অসীম দাস এবং পুলিশ কনস্টেবল ভীম যাদবের হেফাজতের জন্য আদালতে দায়ের করা রিমান্ড আবেদনে ইডি জানিয়েছে, বাঘেলের বিরুদ্ধে অভিযোগগুলি স্বাধীনভাবে তদন্ত করে প্রমাণ করা দরকার ৷ একই সঙ্গে, অসীম দাসের আইফোন থেকে উদ্ধার করা একটি অডিয়ো ক্লিপের প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে ৷ যেখানে সোনিকে বলতে শোনা গিয়েছে, বিশেষভাবে অসীম দাসকে ছত্তিশগড়ের আসন্ন নির্বাচনে খরচের জন্য 'বাঘেল'-কে অর্থ দেওয়ার জন্য অবিলম্বে রায়পুরে যাওয়ার দায়িত্ব দিতে শোনা গিয়েছে।