মুম্বই, 31 মে : করোনা সংক্রমণ, তখতে সব মিলিয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র ৷ গতকাল এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছাড়াও লকডাউন-সহ আরও অন্যান্য বিষয় নিয়ে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷
- লকডাউন জারির ফলে রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ৷ আপাতত 15 জুন পর্যন্ত লকডাউন চলবে ৷ তবে রাজ্যজুড়ে সর্বত্র একই কড়াকড়ি থাকবে না, যে জায়গাগুলিতে পজিটিভিটি রেট 10 শতাংশের কম, অক্সিজেন-বেডে রোগীর সংখ্যা 40 জনের কম, সেই জায়গাগুলিতে কিছুটা ছাড় দেওয়া হবে ৷
- জরুরি পরিষেবার অফিসগুলি সকাল 7টা থেকে 11টার বদলে এবার 2টো পর্যন্ত খোলা রাখা যাবে ৷
- শনি ও রবিবার সব দোকান বন্ধ থাকবে ৷ দোকান খোলা রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত নিতে পারবে ৷
- জরুরি নয় এমন ক্ষেত্রে ই-কমার্স পরিষেবা চালু রাখা হবে ৷
- 2টো পর্যন্ত ছাড়পত্র দেওয়া হলেও, তার পরে কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে ৷