পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে ব্রিজ থেকে নদীতে ওলটাল বাস, মৃত 5 - মহারাষ্ট্র

পুলিশের অনুমান গতি থাকার জেরে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক রিঙ্কু সাহু। ব্রিজ থেকে 40 ফুট নিচে শুকনো নদীতে পড়ে বাসটি।

Maharashtra
Maharashtra

By

Published : Nov 14, 2020, 10:08 PM IST

Updated : Nov 14, 2020, 10:14 PM IST

মুম্বই, 14 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে শুকনো নদীতে ওলটাল বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের। আহত হয়েছেন আটজন। দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঁতার জেলার কারাদ শহরে। পুলিশের এক আধিকরিক জানিয়েছেন, পিকনিকের জন্য গোয়া যাচ্ছিল বাসটি। মৃত ও আহতরা প্রত্যেকে নাবি মুম্বইয়ের ভাসি এলাকার বাসিন্দা।

আজ বিকেল চারটে 30 মিনিট নাগাদ গোয়া যাওয়ার পথে পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উম্বরাজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশের অনুমান গতি থাকার জেরে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলন চালক রিঙ্কু সাহু। ব্রিজ থেকে 40 ফুট নিচে শুকনো নদীতে পড়ে বাসটি।

দুর্ঘটনাটি প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করেন উদ্ধারকারীরা। সেখানেই চিকিৎসাধীন বাসের চালক। ইতিমধ্যেই চালককে বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও মোটর আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Last Updated : Nov 14, 2020, 10:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details