পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Praggnanandhaa Loses to Carlsen: ইতিহাস ছুঁয়েও অধরা শিরোপা, চৌষট্টি খোপের লড়াইয়ে স্বপ্নভঙ্গ প্রজ্ঞার - Chess

দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেই রেকর্ড গড়েছিলেন তামিলনাড়ুর রমেশবাবু প্রজ্ঞানন্দ । বিশ্বনাথন আনন্দের পর ভারতের প্রথম দাবাড়ু হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে সেই রেকর্ড বজায় রেখেছেন । ফাইনালে আর জেতা হল না প্রজ্ঞানন্দের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 5:31 PM IST

Updated : Aug 24, 2023, 7:08 PM IST

বাকু, 24 অগস্ট: বিশ্বনাথন আনন্দের পর ইতিহাস গড়েছিলেন ৷ চৌষট্টি খোপের লড়াইয়ে দুরন্ত ছন্দে ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ কিন্তু ফাইনালে থামতে হল ৷ ম্যাগনাস কার্লসেনের কাছে টাইব্রেকারে হেরে গেলেন ভারতের 18 বছরের দাবাড়ু ৷ প্রথমবার ফিডে দাবা বিশ্বকাপ ঘরে তুললেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ৷

ফাইনালে পরপর দু’টি ক্লাসিক্যাল রাউন্ডের ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডেই হেরে যান প্রজ্ঞা । বুধবারের কালো ঘুঁটি নিয়ে যেই খেলাটা ভারতীয় দাবার ভবিষ্যৎ তারকা খেলেছিলেন, এদিন তার ছিঁটেফোটাও দেখা যায়নি ৷ বরং অসুস্থতার সঙ্গে যুঝতে থাকা কার্লসেনকে এদিন অনেক ঝরঝরে লেগেছে ৷ প্রতিটি চালে বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ যদিও ফিডে বিশ্বকাপে রানার-আপ হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ । ববি ফিশার ও কার্লসেনের পর কনিষ্ঠ দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস ফাইনালে নামবেন ভারতের দাবার নতুন তারা ৷

সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকারে হারিয়ে মঙ্গলবার কার্লসেনের বিরুদ্ধে নামে প্রজ্ঞানন্দ ৷ সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। 35 চালের পর গেম অমীমাংসিত থাকে । দু'জনেই হাত মিলিয়ে নেন। বুধবার শুরু হয় দ্বিতীয় রাউন্ডের খেলা ৷ সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেন কার্লসেন। কিন্তু ভারতীয় দাবার ভবিষ্যতের তারকার বিরুদ্ধে খুব একটা সুবিধে করে উঠতে পারেননি কার্লসেন ৷ প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও 30 চালের পর গেম অমীমাংসিত ছিল ৷

দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেই রেকর্ড গড়েছিলেন তামিলনাড়ুর প্রজ্ঞানন্দ । বিশ্বনাথন আনন্দের পর ভারতের প্রথম দাবাড়ু হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠে সেই রেকর্ড বজায় রেখেছেন । ফাইনাল জিতলে কনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপ ঘরে তুলতেন তিনি ৷ যদিও কঠিন লড়াইয়ে শেষ হাসি হাসা হল না প্রজ্ঞার ৷

আরও পড়ুন: চৌষট্টি খোপে ফের বাজিমাত বাংলার ! দেশের 78তম গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তভ

Last Updated : Aug 24, 2023, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details