বাকু, 24 অগস্ট: বিশ্বনাথন আনন্দের পর ইতিহাস গড়েছিলেন ৷ চৌষট্টি খোপের লড়াইয়ে দুরন্ত ছন্দে ছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ৷ কিন্তু ফাইনালে থামতে হল ৷ ম্যাগনাস কার্লসেনের কাছে টাইব্রেকারে হেরে গেলেন ভারতের 18 বছরের দাবাড়ু ৷ প্রথমবার ফিডে দাবা বিশ্বকাপ ঘরে তুললেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ৷
ফাইনালে পরপর দু’টি ক্লাসিক্যাল রাউন্ডের ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারে প্রথম র্যাপিড রাউন্ডেই হেরে যান প্রজ্ঞা । বুধবারের কালো ঘুঁটি নিয়ে যেই খেলাটা ভারতীয় দাবার ভবিষ্যৎ তারকা খেলেছিলেন, এদিন তার ছিঁটেফোটাও দেখা যায়নি ৷ বরং অসুস্থতার সঙ্গে যুঝতে থাকা কার্লসেনকে এদিন অনেক ঝরঝরে লেগেছে ৷ প্রতিটি চালে বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ৷ যদিও ফিডে বিশ্বকাপে রানার-আপ হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞানন্দ । ববি ফিশার ও কার্লসেনের পর কনিষ্ঠ দাবাড়ু হিসেবে ক্যান্ডিডেটস ফাইনালে নামবেন ভারতের দাবার নতুন তারা ৷