মাদুরাই, 27 অগস্ট: সাদার্ন সার্কেল রেলওয়ে সেফটি কমিশনার বি গুগানেসানের অধীনে মাদুরাই ট্রেনে অগ্নিকাণ্ডের বিধিবদ্ধ তদন্ত হতে চলেছে রবিবার ৷ সাদার্ন রেলের প্রধান জনসংযোগ আধিকারিক একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছেন । মাদুরাইতে একটি ট্রেনের কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারিভাবে 9 জনের মৃত্যুর কথা বলা হয়েছে ৷ এই ঘটনায় আরও আট জন যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
শনিবার সকালে মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে লেনে পার্ক করা পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত একটি 'প্রাইভেট পার্টি কোচ'-এর ভিতরে আগুন লাগে । সাদার্ন সার্কেল বেঙ্গালুরুর রেলওয়ে সেফটি কমিশনার এএম চৌধুরী মাদুরাই রেলওয়ে স্টেশন ইয়ার্ডে স্থাপিত আইআরসিটিসি ট্যুরিস্ট কোচ (এনই রেলওয়ে - এনই - সিএন 113210)-এ অগ্নিকাণ্ডের ঘটনার বিধিবদ্ধ তদন্ত করবেন ৷ সাদার্ন রেলওয়ের অফিসিয়াল বিবৃতিতে রবিবার এ কথা জানানো হয়েছে ৷
দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য মাদুরাইয়ের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের অফিস কমপ্লেক্সে ডিআরএম-এর কনফারেন্স হলে রবিবার সকাল 9.30 টায় তদন্ত শুরু হবে । সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য বা প্রমাণ ভাগ করে নেওয়ার জন্য জনসাধারণের কাছে অনুরোধ করেছে সাদার্ন রেলওয়ে ।