মাদুরাই(তামিলনাড়ু), 18 অক্টোবর: টিউশনে যাওয়ার সময় এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে মামলা হয় ৷ এই ঘটনায় থাঞ্জাভুর নিম্ন আদালত (Thanjavur Lower Court) দুই ব্যক্তিকে দ্বিগুণ যাবজ্জীবন কারাদণ্ড দেয় । দোষী ইলারাসান ও কার্তিক এই সাজা বাতিলের আবেদন করে মাদুরাই হাইকোর্টে (Madurai High Court) । বিচারক নিশাফানু (Nishaphanu) ও আনন্দ ভেঙ্কটেশ (Ananda Venkatesh) সোমবার এই আবেদনের শুনানির আদেশ দেন । তবে পরে অভিযোগকারী ছাত্রী জানায়, তাকে যৌন হেনস্থা করা হয়নি ।
যদিও বা পরে ওই ছাত্রী চিকিৎসকের কাছে দেওয়া জবানবন্দিতে যৌন হেনস্থার কথা স্বীকার করে ৷ ডাক্তারি পরীক্ষার মাধ্যমেও তা নিশ্চিত হয়ে যায় । আদালত জানায়, ছাত্রী মিথ্যা বলতে পারে তবে ডাক্তারের রিপোর্ট মিথ্যা নয় । সাধারণত পকসো (POCSO) মামলায় শিশু এবং সাক্ষীরা সমাজ ও অপরাধীদের ভয়ে সাক্ষ্য দিতে এগিয়ে আসে না । এটি এমন একটি ঘটনা ।