নওয়াদা (বিহার), 5 জানুয়ারি: নাবালিকা ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো রেকর্ড করা ও সেগুলি দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগ (Making obscene videos of minors) উঠল এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে (Madrasa Teacher Arrested)৷ বিহারের নওয়াদা এলাকার ঘটনা (Bihar Crime News)৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।
ওই মাদ্রাসার এক ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কাওয়াকোল থানায় অভিযোগ দায়ের করে ৷ এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে । ছাত্রীর পরিবারের অভিযোগ, অশ্লীল ভিডিয়ো করে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করতেন ওই শিক্ষক ।
পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে ৷ গত তিন বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করছেন শাহাদাত হোসেন ৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই তাঁকে গ্রেফতার করে বিহার পুলিশ । শাহাদাত জামুই জেলার খাইরা থানার অন্তর্গত গড়ি গ্রামের বাসিন্দা । শাহাদাত হোসেনের বিরুদ্ধে পকসো আইনে মামলা করেছে পুলিশ ।