চেন্নাই, 21 ডিসেম্বর: দুর্নীতির দায়ে মন্ত্রীকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিল হাইকোর্ট ৷ কারণ, তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে ৷ ঘটনাটি তামিলনাড়ুর ৷ মাদ্রাজ হাইকোর্ট রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তথা ডিএমকে নেতা কে পনমুড়িকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে ৷ মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্ট ট্রায়াল কোর্টের রায় খারিজ করে এই রায় দেয় ৷ তবে এই সাজা 30 দিন পর থেকে বলবৎ হবে ৷ পাশাপাশি এই সময়ের মধ্যে ওই মন্ত্রীকে আবেদন জানাতে পারেন ৷
মন্ত্রী ও তাঁর স্ত্রী পি বিশালাক্ষীর কাছে থাকা প্রায় 1.75 কোটি টাকার মামলায় এই সাজা দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট ৷ এর আগে ট্রায়াল কোর্ট ওই মন্ত্রী কে পনমুড়ি এবং তাঁর স্ত্রীকে মুক্তি দিয়েছিল ৷ তবে ডিরেক্টরেট অফ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ৷ এই মামলায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি জয়চন্দ্রন মন্ত্রী পনমুড়ি এবং তাঁর স্ত্রীকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন ৷