চেন্নাই, 30 এপ্রিল: 2 মে গণনার দিন তামিলনাড়ু এবং পুদুচেরিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করল মাদ্রাজ হাইকোর্ট ৷ আইনজীবী অজয় ফ্রান্সিস লোয়োলা মাদ্রাজ হাইকোর্টে বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করার অনুরোধ জানিয়ে একটি সুয়োমোটো ফাইল করেন ৷ তার ভিত্তিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দেন ৷ আদালতের তরফে জানানো হয়েছে, আশা করা যায় সমস্ত রাজনৈতিক দল, মিডিয়া এবং নাগরিকরা গণনার দিন কোভিড প্রোটোকল মেনে চলবেন ৷
বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন চিফ জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ কারণ বারুদ পোড়ার গন্ধ করোনা রোগীদের জন্য বিষের সমান ৷ পাশাপাশি তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়ার ভিত্তিহীন অভিযোগগুলিও খতিয়ে দেখবে আদালত ৷