পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা বিধি: গণনার দিন তামিলনাড়ু, পুদুচেরিতে বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষাণা করল মাদ্রাজ হাইকোর্ট - covid-19

এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগামী 2 মে গণনার দিন তামিলনাড়ু এবং পুদুচেরিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করলেন ৷

মাদ্রাজ হাইকোর্ট
মাদ্রাজ হাইকোর্ট

By

Published : Apr 30, 2021, 5:06 PM IST

চেন্নাই, 30 এপ্রিল: 2 মে গণনার দিন তামিলনাড়ু এবং পুদুচেরিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করল মাদ্রাজ হাইকোর্ট ৷ আইনজীবী অজয় ফ্রান্সিস লোয়োলা মাদ্রাজ হাইকোর্টে বাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করার অনুরোধ জানিয়ে একটি সুয়োমোটো ফাইল করেন ৷ তার ভিত্তিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দেন ৷ আদালতের তরফে জানানো হয়েছে, আশা করা যায় সমস্ত রাজনৈতিক দল, মিডিয়া এবং নাগরিকরা গণনার দিন কোভিড প্রোটোকল মেনে চলবেন ৷

বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন চিফ জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ কারণ বারুদ পোড়ার গন্ধ করোনা রোগীদের জন্য বিষের সমান ৷ পাশাপাশি তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়ার ভিত্তিহীন অভিযোগগুলিও খতিয়ে দেখবে আদালত ৷

গত ডিসেম্বর থেকে দেশে করোনা পরিস্থিতি হাতের মধ্যে ছিল ৷ জানুয়ারিতেও তেমনই ছিল ৷ কিন্তু তারপরই কেরল এবং মহারাষ্ট্রে ফের আক্রান্তের গ্রাফ চড়চড়িয়ে বাড়তে থাকে ৷

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী মিডিয়াকে এনিয়ে অযথা রং চড়িয়ে খবর করতে বারণ করার অনুরোধ জানিয়েছেন হাইকোর্টে ৷

আরও পড়ুন: কোভিড নিয়ে পর্যবেক্ষণের খবরে নষ্ট হয়েছে কমিশনের ভাবমূর্তি: পিটিশন মাদ্রাজ হাইকোর্টে

ABOUT THE AUTHOR

...view details