চেন্নাই, 29 সেপ্টেম্বর: তামিলনাড়ুর ভাচাতির যৌন হেনস্থার ঘটনায় নিম্ন আদালতে যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন তাদের সাজা বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট ৷ প্রায় 3 দশক আগে তামিলনাড়ুর ভাচাতির একটি ঘটনা ৷ 1992 সালের 20 জুন এখানে তল্লাশি অভিযানের নামে 18 জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল সরকারি আধিকারিক, বনকর্মী ও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ৷ চন্দনকাঠ পাচারের জন্য গাছ কাটা হচ্ছে, মূলত এই অভিযোগেই তামিলনাড়ুর ধর্মপুরী জেলার ভাচাতি নামক ওই পাহাড়ি গ্রামে তল্লাশি অভিযান চালানো হয়েছিল ৷ মহিলাদের যৌন হেনস্থা করার পাশাপাশি গ্রামের পুরুষদের মারধর, ঘরবাড়ি ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠেছিল সরকারি কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে ৷ গুরুতর এই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে সিবিআই তদন্ত হয় ৷
মহিলাদের যৌন হেনস্থা করার অভিযোগে সিবিআই 4 জন আইএফএস আধিকারিক, 124 জন বনকর্মী, 86 জন পুলিশ, 5 রেভিনিউ অফিসার-সহ আরও বেশ কয়েকজনের জনের বিরুদ্ধে মামলা রুজু করে ৷ এই মামলায় দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন 50 জন অভিযুক্তের মৃত্যু হয় ৷ বাকিদের 1 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় ৷ নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে অভিযুক্তরা ৷ শুক্রবার প্রায় 200 জন অভিযুক্তের সেই আবেদনই খারিজ করে দিয়েছে হাইকোর্ট ৷