মাদুরাই, 31 জুলাই: মেয়েটি তাঁর 'রূপান্তরিত পুরুষ' সঙ্গীকে নিয়ে থাকতেই পারেন, রায় দিল আদালত ৷ দুই পরিবারের সদস্য মহিলা ও তাঁর পুরুষ সঙ্গীর (যিনি লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হয়েছেন) মধ্যে সম্পর্ক মেনে নিতে পারেনি ৷ তাঁদের দু'জনকেই জোর করে আলাদা করে দিয়েছিল ৷ এরপর ভিরধুনগরের বাসিন্দা ওই 'ট্রান্সম্যান' মাদুরাই হাইকোর্টে তাঁর মহিলা সঙ্গীর সঙ্গে থাকতে চেয়ে আবেদন জানান ৷ শুক্রবার সেই মামলায় নজিরবিহীন রায় দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ (Madras HC allows woman to live with her transman companion) ৷
এই আবেদনে রূপান্তরিত পুরষ সঙ্গী জানান, "ডিন্ডিগুল জেলার একটি মেয়েকে আমি ভালোবাসি ৷ বছর কয়েক ধরে আমরা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছি ৷ 7 জুলাই আমরা বিয়ে করি ৷ কিন্তু মেয়েটির পরিবার এতে বাধা দেয় ৷ 16 জুলাই তারা আমাদের বাড়িতে ঢুকে আমাদের উপর অত্যাচার করে এবং মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় ৷" এ নিয়ে থানায় অভিযোগ জানালেও পুলিশ কিছু করেনি ৷