সাগর (মধ্যপ্রদেশ), 27 মার্চ: বিদ্যুতের বিল বকেয়া (Electricity Bill Due) ৷ তাই গ্রাহকের বাড়ি থেকে জিনিসপত্র বাজেয়াপ্ত করতে গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের তরফে নিয়োগ করা কর্মীরা ৷ কিন্তু তার জেরে এমন পরিস্থিতি তৈরি হল যে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা দুই কর্মীকে চাকরি হারাতে হল ৷ তাঁদের মধ্যে একজন আবার পুলিশি জেরার মুখে ৷
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায় (Madhya Pradesh Sagar District) ৷ সেখানকার কৌশল কিশোর ওয়ার্ডে সম্প্রতি এক বৃদ্ধার বাড়িতে বিল বকেয়া থাকায় জিনিসপত্র বাজেয়াপ্ত করতে যান বিদ্যুৎ দফতরের তরফে নিয়োগ করা কর্মীরা ৷ অভিযোগ, তাঁরা যখন ওই কাজ করছিলেন, সেই সময় সংশ্লিষ্ট বৃদ্ধি স্নান করছিলেন ৷ তাই স্নান অসমাপ্ত রেখে প্রায় অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধা বাড়ির জিনিসপত্র বাঁচাতে ছোটেন বিদ্যুৎ দফতরের ওই কর্মীদের পিছনে (Woman Runs Half Naked to Stop Electricity Staff) ৷
এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে যায় ৷ ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে ৷ এই নিয়ে সরব হন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং (Congress Leader Digvijay Singh) ৷ তিনি এই ঘটনাকে লজ্জাজনক বলে ব্যাখ্যা করেন ৷ পাশাপাশি আক্রমণ ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহানকে (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan) ৷ এই ঘটনার জন্য শিবরাজের লজ্জিত হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন ৷ তাঁর অভিযোগ, মধ্যপ্রদেশের বিজেপি সরকার (MP BJP Government) গরিবদের সুরক্ষা দিতে পারছে না ৷
হইচই শুরু হতেই এই নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় ৷ সঙ্গে পদক্ষেপ করেন সাগরের জেলাশাসক দীপক আর্য ৷ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা দুই কর্মী বিবেক রজক ও মনোজ কুমার চৌধুরিকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ৷ স্থানীয় দেউড়ি থানায় বিবেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ তাঁকে পুলিশ গ্রেফতার করেছে ৷ তিনি আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন ৷