ভোপাল, 15 ফেব্রুয়ারি : মধ্যপ্রদেশে এক বর্বরোচিত ঘটনা সামনে এসেছে ৷ ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা একটি ছেলেকে কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে ওই ছেলেটি তাঁর শ্বশুরবাড়ির এক সদস্য ৷
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলায়৷ সেখানকার সাগাই ও বংশ খেড়ি গ্রামের মধ্যে ওই আদিবাসী মহিলাকে এই ভাবে তিন কিলোমিটার পথ হাঁটতে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যে ওই মহিলার পিছনে গ্রামের অনেক ছেলেরা রয়েছে ৷ তাদের কেউ লাঠি বা ব্যাট দিয়ে মাঝেমধ্যে ওই মহিলাকে মারছে৷ কেউ আবার বিষয়টি নিয়ে মস্করা করছে ৷