ভোপাল, 10 মে: সদ্য প্রকাশিত 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্কের মাঝেই এই ছবি নিয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠল মধ্যপ্রদেশ সরকার ৷ তারাই প্রথম রাজ্য, যারা এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছিল ৷ কিন্তু বুধবার সে রাজ্যে এই চলচ্চিত্রকে করমুক্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক দিনের মধ্যেই নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহারের আনুষ্ঠানিক কোনও কারণ জানানো হয়নি ।
শনিবার বিজেপি নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার বিতর্কিত চলচ্চিত্র দ্য কেরালা স্টোরিকে করমুক্ত করার কথা ঘোষণা করেছিল । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তখন বলেছিলেন যে, ছবিটি সচেতনতা তৈরি করে ৷ প্রত্যেক বাবা-মাকে কন্যাদের নিয়ে এই ছবি দেখার পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ ইতিমধ্যে ছবিটি মধ্যপ্রদেশের বক্স অফিসে দারুণ হিট করেছে এবং বেশ কয়েকটি সিনেমা হল হাউসফুল হয়ে গিয়েছে । প্রেক্ষাগৃহগুলির সামনে দেখা যাচ্ছে নারী ও কিশোরীদের ভিড় ৷
সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' কেরলের হিন্দু মহিলাদের ধর্মান্তরিত করার উপর ভিত্তি করে তৈরি হয়েছে । মধ্যপ্রদেশ সরকারের পদাঙ্ক অনুসরণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার এই ছবিকে করমুক্ত করার কথা ঘোষণা করেন । 12 মে আদিত্যনাথ এবং তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের জন্য ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে । বুধবার আবার ফিল্মের কুশীলবদের সঙ্গে দেখাও করেন যোগী আদিত্যনাথ ৷