গোয়ালিয়র (মধ্যপ্রদেশ), 18 জুন: তাঁর অনন্য কাজের পদ্ধতির জন্য আবারও খবরের শিরোনামে মধ্যপ্রদেশের শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷ আচমকা পরিদর্শনে গিয়ে নিজেই একটি ট্রান্সফর্মারের মাথায় চড়ে তার সাফ-সাফাই চালালেন তিনি ৷
শুক্রবার সকালে হঠাত্ই মোতিঝিল বিদ্যুত্কেন্দ্রে পরিদর্শনে যান শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর ৷ নিত্যদিন শহরে বিদ্যুত্ বিচ্ছিন্ন হওয়ার খবর আসছিল তাঁর কাছে ৷ সে জন্যই নিজে চোখে সরেজমিনে খতিয়ে দেখতে আজ সেখানে যান মন্ত্রী ৷ সেখানে গিয়ে তিনি দেখেন, গাছ-গাছালি বড় হয়ে ট্রান্সফর্মারের খুব কাছে চলে এসেছে ৷ আর ট্রান্সফর্মারের মাথায় পাখিও বাসা বেঁধেছে ৷ সঙ্গে সঙ্গে একটি মই জোগাড় করে অন্যান্য কর্মীদের সামনেই নিজে তাতে চেপে ট্রান্সফর্মারের মাথায় চাপেন মন্ত্রী ৷ সেখানে উঠে তিনি গাছপালা নিজে হাতে সাফ করেন ৷
আরও পড়ুন:প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের