গোয়ালিয়র, 27 জুলাই: ইলেকট্রিক বিল যদি লাখে কিংবা কোটিতে আসে, গ্রাহকের কী হতে পারে ? অসহায় সেই ছবিই ধরা পড়ল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷ এক-দু'কোটি নয়, গোয়ালিয়রের এক উপভোক্তাকে 3,419 কোটি টাকা বিদ্যুতের বিল ধরাল মধ্যপ্রদেশ সরকারের বিদ্যুৎ পরিবহণ সংস্থা । বিলের ধাক্কায় হাসপাতালে ভরতি হতে হল উপভোক্তাকে (Madhya Pradesh consumer gets electric bill worth crores in Gwalior) ৷
গোয়ালিয়রের শিব বিহার কলোনির বাসিন্দা প্রিয়াঙ্কা গুপ্তা ৷ স্বামী সঞ্জীব কনকনে পেশায় উকিল ৷ তাঁদের ঘরেই চলতি মাসে ইলেকট্রিক বিল এসেছে 34 বিলিয়নের সামান্য বেশি । ভারতীয় মুদ্রায় অঙ্কটা 3 হাজার 419 কোটির মতো ৷ বেপরোয়া বিলের গুঁতোয় স্ত্রী এবং বাবার অসুস্থতা প্রসঙ্গে সঞ্জীব বলেন, "এবার আমার ইলেকট্রিক বিল 3 হাজার 419 কোটি টাকারও বেশি হয়েছে ৷ এই বিল দেখে আমার স্ত্রী প্রিয়াঙ্কার রক্ত চাপ বেড়ে গিয়েছে এবং আমার বাবা রাজেন্দ্র প্রসাদ গুপ্তা হৃদরোগে আক্রান্ত ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ চিকিৎসা চলছে ৷"
কী বলছে বিদ্যুৎ দফতর ?