ভোপাল, 27 ডিসেম্বর: বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ করল কংগ্রেস ৷ হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ভোপাল লোকসভার বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে (Madhya Pradesh Congress Demand to Register Treason Case Against Pragya Singh Thakur) ৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সভাপতি কে কে মিশ্র দাবি করেছেন, সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত, কর্ণাটকে শিবমোগায় হিন্দু জাগরণ বৈদিক-এর দক্ষিণ অঞ্চলের বার্ষিক সম্মেলনের সমাবেশে সাধ্বী প্রজ্ঞা লোকজনকে বাড়িতে অস্ত্র রাখার এবং সবজি কাটার চাকুকে ভালো করে ধার দেওয়ার পরামর্শ দেন ৷ যা নিয়ে সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷
কেকে মিশ্র বলেছেন, ‘‘প্রজ্ঞা সিং, হাতে বোমা রাখার পরে, এখন ছুরির কথা বলছেন ৷ প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং প্রজ্ঞা সিং ঠাকুরের কাজ একই রকম ৷’’ এ প্রসঙ্গে, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার জড়িত থাকার বিষয়টিও তুলে আনেন কংগ্রেস নেতা ৷ যদিও, সেই মামলায় 2018 সালে সাধ্বী প্রজ্ঞা-সহ বেশ কয়েকজনকে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷