পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress on Pragya Singh Thakur: রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হোক, সাধ্বী প্রজ্ঞার ‘অস্ত্র’ মন্তব্যে সরব কংগ্রেস - সাধ্বী প্রজ্ঞার অস্ত্র মন্তব্যে সরব কংগ্রেস

কর্ণাটকে গিয়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করার দাবি জানালো মধ্যপ্রদেশ কংগ্রেস (Madhya Pradesh Congress Demand to Register Treason Case Against Pragya Singh Thakur) ৷ যে ঘটনায় বিজেপির তরফে সাংসদের পাশে দাঁড়িয়ে বলা হয়েছে, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷

Congress Demand to Register Treason Case Against Pragya Singh Thakur ETV BHARAT
সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজুর দাবি কংগ্রেসের

By

Published : Dec 27, 2022, 5:01 PM IST

ভোপাল, 27 ডিসেম্বর: বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ করল কংগ্রেস ৷ হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ভোপাল লোকসভার বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে (Madhya Pradesh Congress Demand to Register Treason Case Against Pragya Singh Thakur) ৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সভাপতি কে কে মিশ্র দাবি করেছেন, সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার ৷ প্রসঙ্গত, কর্ণাটকে শিবমোগায় হিন্দু জাগরণ বৈদিক-এর দক্ষিণ অঞ্চলের বার্ষিক সম্মেলনের সমাবেশে সাধ্বী প্রজ্ঞা লোকজনকে বাড়িতে অস্ত্র রাখার এবং সবজি কাটার চাকুকে ভালো করে ধার দেওয়ার পরামর্শ দেন ৷ যা নিয়ে সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷

কেকে মিশ্র বলেছেন, ‘‘প্রজ্ঞা সিং, হাতে বোমা রাখার পরে, এখন ছুরির কথা বলছেন ৷ প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং প্রজ্ঞা সিং ঠাকুরের কাজ একই রকম ৷’’ এ প্রসঙ্গে, 2008 সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাধ্বী প্রজ্ঞার জড়িত থাকার বিষয়টিও তুলে আনেন কংগ্রেস নেতা ৷ যদিও, সেই মামলায় 2018 সালে সাধ্বী প্রজ্ঞা-সহ বেশ কয়েকজনকে বেকসুর খালাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কর্ণাটকে শিবমোগায় হিন্দু জাগরণ বৈদিক-এর দক্ষিণ অঞ্চলের বার্ষিক সম্মেলনের সমাবেশে ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা অংশ নেন ৷ সেই সমাবেশের ভাষণে লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনার বাড়িতে অস্ত্র রাখুন এবং সবিজ কাটা ছুরিতেও ভালো করে ধার দিয়ে রাখুুন ৷’’ এই বিবৃতি দেওয়ার পরেও সাধ্বী প্রজ্ঞা বারবার বলতে থাকেন, ‘‘আমি স্পষ্টভাবে বলছি এবং যে আমাদের বাড়িতেও শাকসবজি কাটার চাকুতে ধার দিয়ে রাখা হত ৷ আপনারাও ধার দিয়ে রাখুন, বলা যায় না কখন দরকার পড়ে যায় ৷’’ প্রসঙ্গত, কর্ণাটকের শিবমোগায় লাভ জিহাদ কাণ্ডে এক যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি ৷

আরও পড়ুন:মোদির অপমান ! দেশজুড়ে প্রতিবাদ বিজেপি'র

সাধ্বী প্রজ্ঞার এই মন্তব্য নিয়ে বিজেপির তরফে মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেন, ‘‘সাংসদ প্রজ্ঞা সিং মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ৷ তাঁর বক্তব্য কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত নয় ৷ বরং সকল বোন-মেয়েদের আত্মরক্ষার জন্য তাঁদের মানসিক শক্তি বৃদ্ধি করতে চেয়েছিলেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details