পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MP-Chhattisgarh Assembly Polls: রাত পোহালেই ভাগ্য নির্ধারণ শিবরাজ-বাঘেলের, প্রস্তুত কমিশনও

ছত্তিশগড়ে মাওবাদী-উপদ্রুত 20 টি আসনে গত 7 নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি 70টি আসনে ভোটগ্রহণ শুক্রবার। শাসক দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে শুক্রবার এক দফাতেই গোট নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে কমিশন ৷ ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর পূর্বসূরি তথা প্রতিদ্বন্দ্বী কমল নাথের মতো রাজনৈতিক নেতাদের ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 10:52 PM IST

Updated : Nov 16, 2023, 10:57 PM IST

ভোপাল/রায়পুর, 16 নভেম্বর: কংগ্রেস-বিজেপি দু'পক্ষের চরমপ্রচার প্রক্রিয়া শেষে দুই রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ আগামিকাল শুক্রবার ৷ মধ্যপ্রদেশ শুক্রবার 230টি বিধানসভা আসনে দুই হাজার 533 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ অন্যদিকে, ছত্তিশগড় বিধানসভায় মোট 90 টি আসনের মধ্যে 70 আসনে ভোট গ্রহণ হবে ওইদিন। ভোট হবে রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফায় নির্ধারিত হবে 958 জন প্রার্থীর ভাগ্য।

ছত্তিশগড়ে মাওবাদী-উপদ্রুত 20টি আসনে গত 7 নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি 70টি আসনে ভোটগ্রহণ শুক্রবার। শাসক দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল ৷ যিনি পাটন কেন্দ্র থেকে এবং উপমুখ্যমন্ত্রী ত্রিভুবনেশ্বর শরণ সিং দেও অম্বিকাপুর থেকে প্রতিদ্বন্দিতা করছেন ৷ ছত্তিশগড় বিধানসভার স্পিকার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মহন্ত শক্তি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রদেশে শুক্রবার এক দফাতেই গোট নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে কমিশন ৷ ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর পূর্বসূরি তথা প্রতিদ্বন্দ্বী কমল নাথের মতো রাজনৈতিক নেতাদের ৷ মধ্যপ্রদেশে মূলত ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কংগ্রেসের বৃহত্তর দ্বিমুখী লড়াই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

মধ্যপ্রদেশের 230টি বিধানসভা আসনে এক দফায় ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি এবং ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে ৷ এই আসনের মধ্যে 47টি তফসিলি উপজাতি এবং 35টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৷ রাজ্যে 5.6 কোটিরও বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে রাজ্যের এক শীর্ষ নির্বাচনী আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন।

বালাঘাট জেলার বাইহার, লানঝি এবং পরসওয়াদা আসন ছাড়া মান্ডলা জেলার বিছিয়া ও মান্ডলা আসনের 55টি বুথ এবং ডিন্ডোরি জেলার 40টি ভোটকেন্দ্র মাওবাদী অধ্যুষিত বলেও কমিশনের তরফে জানানো হয়েছে ৷ সেখানেও ওইদিন একই সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই সব এলাকায় অবশ্য সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রাজন জানিয়েছেন ৷ পাশাপাশি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় উভয় রাজ্যেই শুক্রবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন

ভোটের বাকি মাত্র কয়েক ঘণ্টা! তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার

দুর্ধর্ষ বিরাট-শ্রেয়স-শামি, অভিনন্দন প্রধানমন্ত্রী-শাহ-রাহুলের

Last Updated : Nov 16, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details