ভোপাল/রায়পুর, 16 নভেম্বর: কংগ্রেস-বিজেপি দু'পক্ষের চরমপ্রচার প্রক্রিয়া শেষে দুই রাজ্যের বিধানসভা ভোটগ্রহণ আগামিকাল শুক্রবার ৷ মধ্যপ্রদেশ শুক্রবার 230টি বিধানসভা আসনে দুই হাজার 533 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ অন্যদিকে, ছত্তিশগড় বিধানসভায় মোট 90 টি আসনের মধ্যে 70 আসনে ভোট গ্রহণ হবে ওইদিন। ভোট হবে রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফায় নির্ধারিত হবে 958 জন প্রার্থীর ভাগ্য।
ছত্তিশগড়ে মাওবাদী-উপদ্রুত 20টি আসনে গত 7 নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি 70টি আসনে ভোটগ্রহণ শুক্রবার। শাসক দল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল ৷ যিনি পাটন কেন্দ্র থেকে এবং উপমুখ্যমন্ত্রী ত্রিভুবনেশ্বর শরণ সিং দেও অম্বিকাপুর থেকে প্রতিদ্বন্দিতা করছেন ৷ ছত্তিশগড় বিধানসভার স্পিকার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মহন্ত শক্তি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, মধ্যপ্রদেশে শুক্রবার এক দফাতেই গোট নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে কমিশন ৷ ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং তাঁর পূর্বসূরি তথা প্রতিদ্বন্দ্বী কমল নাথের মতো রাজনৈতিক নেতাদের ৷ মধ্যপ্রদেশে মূলত ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কংগ্রেসের বৃহত্তর দ্বিমুখী লড়াই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
মধ্যপ্রদেশের 230টি বিধানসভা আসনে এক দফায় ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি এবং ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে ৷ এই আসনের মধ্যে 47টি তফসিলি উপজাতি এবং 35টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৷ রাজ্যে 5.6 কোটিরও বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে রাজ্যের এক শীর্ষ নির্বাচনী আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন।