ভোপাল ও রাইপুর, 17 নভেম্বর: আজ মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ এরই সঙ্গে ছত্তিশগড়ে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন ৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের 230টি আসনে ভোট চলবে শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ৷ এদিকে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে বাকি 70টি আসনে আজ ভোট আরম্ভ সকাল 8টা থেকে ৷ দু'টি হিন্দিভাষী রাজ্যে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং কংগ্রেস ৷ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ন'টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে 11.19 শতাংশ ৷ ছত্তিশগড়ে সেই হার 5.71 ৷ ভোট দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ৷
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়- দু'টি রাজ্যের কোথাও বিজেপি কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি ৷ মধ্যপ্রদেশে প্রায় 18 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে ৷ গতবার ভোটে কংগ্রেসের সরকার তৈরি হলেও পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে বেশ কিছু বিধায়ক বিজেপিতে যোগ দেন। ফলে আবারও ক্ষমতায় আসে বিজেপি। এবার লড়াইটা বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী কমলনাথের মধ্যে ৷ এছাড়া ভোটযুদ্ধে অন্যতম প্রধান মুখ কংগ্রেসের দিগ্বিজয় সিং ৷ অন্যদিকে 7 নভেম্বর ছত্তিশগড়ের 20টি আসনে ভোট হয়েছিল । এবার বাকি 70টি আসনের জন্য ভোট গ্রহণ ৷