পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Luizinho Faleiro : রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফেলেইরো - wb assembly

অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে তৃণমূলের হয়ে আজ মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফেলেইরো ৷ ওই আসনে উপনির্বাচন 29 নভেম্বর ৷

Luizinho Faleiro
রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফেলেইরোর

By

Published : Nov 15, 2021, 1:28 PM IST

Updated : Nov 15, 2021, 1:45 PM IST

কলকাতা, 15 নভেম্বর: অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে আজ মনোনয়ন জমা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ৷ সম্প্রতি তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তারপরেই রাজ্যসভা যাওয়ার সুযোগ পেলেন ফেলেইরো ৷ আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মনোনয়ন জমা দেন তিনি ৷ ওই আসনে উপনির্বাচন আগামী 29 নভেম্বর ৷ যেহেতু ওই আসনে তৃণমূলের সাংসদ ছিল ৷ তাই ফেলেইরোর জয় একপ্রকার নিশ্চিত ৷ বিরোধী বিজেপি যদি প্রার্থী না দেয়, তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন ফেলেইরো ৷

অর্পিতা ঘোষ পদত্যাগ করার পরই এই আসনে প্রার্থী কাকে করা হবে, তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল ৷ কারও কারও ধারণা ছিল, এই আসন থেকে বাবুল সুপ্রিয় বা অন্য কাউকে প্রার্থী করা হতে পারে ৷ কিন্তু শেষ পর্যন্ত লুইজিনহো ফেলেইরোকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ৷

রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দিলেন লুইজিনহো ফেলেইরোর

আরও পড়ুন: রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

গত দু'বার রাজ্যসভা আসনে বিরোধী দল প্রার্থী দেয়নি ৷ দু'টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষের সদস্য হতে পেরেছেন জহর সরকার ও সুস্মিতা দেব ৷ তাই এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে ৷ ফেলেইরোর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে টুইটে দলের গোয়া শাখা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি ৷

Last Updated : Nov 15, 2021, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details