পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ludhiana Court Blast: দিল্লি বিমানবন্দরে এনআইএ-র জালে লুধিয়ানা আদালতে বিস্ফোরণের চক্রী

দিল্লি বিমানবন্দরে এনআইএ-র জালে ধরা পড়লেন লুধিয়ানা আদালতে বিস্ফোরণের (Ludhiana Court Blast) চক্রী হরপ্রীত সিং ৷ তাঁর জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ (NIA arrests Harpreet Singh)।

Ludhiana court blast: NIA arrests Harpreet Singh from Delhi airport
দিল্লি বিমানবন্দরে এনআইএ-র জালে লুধিয়ানা আদালতে বিস্ফোরণের চক্রী হরপ্রীত সিং

By

Published : Dec 2, 2022, 3:14 PM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: গত বছর ডিসেম্বরে লুধিয়ানা আদালতে বোমা বিস্ফোরণের (Ludhiana Court Blast) ঘটনায় অভিযুক্ত মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা তথা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA arrests Harpreet Singh)৷ পিটিআই সূত্রে এ কথা জানা গিয়েছে ৷

অভিযুক্ত হরপ্রীত সিংকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে এনআইএ । তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এনআইএ-র বিশেষ আদালত ৷ হরপ্রিত সিং-এর খোঁজ দিলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল এনআইএ । জারি করা হয় লুক আউট নোটিশ ৷ অবশেষে তাঁকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে এনআইএ-এর একটি সূত্র ৷

লুধিয়ানা আদালতে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল, আহত হন পাঁচজন । পুলিশের সন্দেহ ছিল, আদালত প্রাঙ্গণের দ্বিতীয় তলার শৌচালয়ে মৃত ব্যক্তি একটি বিস্ফোরক ডিভাইস বসানোর চেষ্টা করছিলেন । প্রাথমিক ভাবে সেই ঘটনার তদন্ত পঞ্জাবের লুধিয়ানা কমিশনারেট শুরু করলেও পরে এই মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় এনআইএ ৷

এনআইএ-র একজন মুখপাত্রের দাবি, এই বিস্ফোরণের মূল চক্রী ছিলেন হরপ্রীত সিং ও তাঁর সহযোগী তথা আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশনের পাকিস্তান-ভিত্তিক প্রধান লখবীর সিং রোদে ৷ ইন্টারন্যাশনাল শিখ ইয়ুথ ফেডারেশন হল একটি নিষিদ্ধ সংগঠন যা শিখ সম্প্রদায়ের জন্য একটি স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠা করতে চায় । এনআইএ মুখপাত্রের কথায়, "রোদের নির্দেশে কাজ করে, সিং কাস্টম-মেড ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের সরবরাহে সমন্বয় সাধন করেছিলেন ৷ বিস্ফোরণে ব্যবহৃত আইইডি পাকিস্তান থেকে ভারতে পাঠানো হয়েছিল ৷ মামলার আরও তদন্ত চলছে ।"

আরও পড়ুন:লুধিয়ানা আদালতে বিস্ফোরণের নেপথ্যে ড্রাগ মাফিয়া, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেন, বিস্ফোরক, অস্ত্র ও মাদক চোরাচালান-সহ বিভিন্ন মামলায় হরপ্রীত সিং জড়িত এবং তিনি ওয়ান্টেড ছিলেন । ওই বিস্ফোরণের ঘটনায় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই আরও তিনজনকে গ্রেফতার করেছে ৷ তাঁরা হলেন সুরমুখ সিং সাম্মু, দিলবাগ সিং বাগ্গো এবং রাজনপ্রীত সিং । এঁদের মধ্যে রাজনপ্রীত সিং ওই আইইডি পঞ্জাব পুলিশের বরখাস্ত হওয়া আধিকারিক গগনদীপ সিং গাগিকে দিয়েছিলেন বলে অভিযোগ ৷ সেই গাগিই বিস্ফোরক বসাতে গিয়েছে মারা গিয়েছেন বলে দাবি এনআইএ-র।

ABOUT THE AUTHOR

...view details