পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chief of Army Staff : দেশের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে

চলতি মাসেই অবসর নিচ্ছেন দেশের বর্তমান সেনে প্রধান এমএম নারাভানে (Present Chief of Army Staff MM Naravane), তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে ৷

By

Published : Apr 18, 2022, 10:31 PM IST

Next Chief of Army Staff
দেশের পরবর্তী সেনা প্রধান হচ্ছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে

নয়াদিল্লি, 18 এপ্রিল: দেশের পরবর্তী সেনা প্রধান (Chief of Army Staff) হতে চলেছেন লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে (Lt Gen Manoj Pande) ৷ বর্তমান সেনা প্রধান এমএম নারাভানের স্থালাভিষক্ত হতে চলেছেন তিনি ৷ দেশের 28তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেবেন মনোজ পাণ্ডে ৷ চলতি মাসেই অবসর নিতে চলেছেন দেশের বর্তমান সেনা প্রধান এমএম নারাভানে ৷ ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী মনোজ পাণ্ডে 1982 সালে ইঞ্জিনিয়ার বিভাগে যোগ দেন ৷ অপারেশন পরাক্রমের সময় জম্মু-কাশ্মীরের পুলওয়ামা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় সেনার 117 ইঞ্জিনিয়র রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন তিনি ৷

দীর্ঘ 39 বছরের সেনা জীবনে লেফট্যানেন্ট জেনারেল মনোজ পাণ্ডে কাজ করেছেন দেশের পশ্চিম সীমান্তে, জম্ম-কাশ্মীর সীমান্তে ৷ সেনার মাউন্টেন ডিভিশনে কর্মরত থাকার সময় পশ্চিম লাদাখের দায়িত্বে ছিলেন তিনি ৷ দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন কাউন্টার ইনসারজেন্সি অপারেশনার নেতৃত্বও দিয়েছেন তিনি ৷ নিজের এই দীর্ঘ কর্ম জীবনে মনোজ পাণ্ডে সেনার একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন ৷ সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়াটারে ছিলেন ব্রিগেডিয়র জেনেরাল স্টাফ (অপারেশন) পদে ৷ রাষ্ট্রসংঘের ইথিওপিয়া ও এরিট্রেয়া মিশনে কাজ করেছেন মুখ্য ইঞ্জিনিয়র হিসেবে ৷

আরও পড়ুন : পুলওয়ামার রেল স্টেশনে জঙ্গি হামলা, নিহত এক আরপিএফ জওয়ান

এছাড়াও সামলেছেন সেনা সদর দফতরের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের পদ, সেনার সাউদার্ন কমান্ড হেডকোয়াটারের প্রধান পদ ৷ সেনার আন্দামান-নিকোবর কমান্ডে কমান্ডার-ইন-চিফ পদে ছিলেন 2020 সালের জুন মাস থেকে 2021 সালের মে মাস পর্যন্ত ৷ ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ পদে ছিলেন 2021 সালের জুন মাস থেকে 2022 সালের জানুয়ারি মাস পর্যন্ত ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে আসেন ৷ নিজের দীর্ঘ কর্ম জীবনে সেনার পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক-সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details