পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভায় নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা - নিরাপত্তায় গাফিলতি নিয়ে সর্বদলীয় বৈঠক

Security Breach in Lok Sabha: বুধবার লোকসভার গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ মারেন এক যুবক ৷ অন্য একজন গ্যালারি থেকে হলুদ রংয়ের গ্যাস ছড়িয়ে দেন ৷ বাইরেও বিক্ষোভ দেখান দু’জন ৷ এই নিয়ে নিরাপত্তার গাফলতির অভিযোগ উঠেছে ৷ এই বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা ৷

Security Breach in Lok Sabha
Security Breach in Lok Sabha

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:46 PM IST

Updated : Dec 13, 2023, 4:00 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: লোকসভায় নিরাপত্তায় গাফিলতির ঘটনার প্রেক্ষিতে সর্বদলীয় বৈঠক ডাকলেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ আজ, বুধবার বিকেল 4টের সময় এই বৈঠক ডাকা হয়েছে ৷

বুধবার দুপুর 1টা নাগাদ লোকসভার গ্যালারি থেকে এক ব্যক্তি অধিবেশন কক্ষে ঝাঁপিয়ে পড়েন ৷ ফলে হইচই শুরু হয়ে যায় ৷ সাংসদরাই ধরে ফেলেন একজনকে ৷ এই ঘটনা যখন চলছে, সেই সময় গ্যালারি থেকে আরও একজন হলুদ রংয়ের গ্যাস ছড়িয়ে দেন অধিবেশন কক্ষে ৷ সঙ্গে সঙ্গে অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷

ঘটনার সময় অধ্যক্ষ ওম বিড়লা নিজের আসনে ছিলেন না ৷ সেই সময় সভা পরিচালনা করছিলেন বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়াল ৷ পরে দুপুর 2টোর সময় অধিবেশন শুরু হলে অধ্য়ক্ষ সভা পরিচালনা করতে আসেন ৷ তখন তিনি জানান, যাঁরা ভিতরে ছিলেন, তাঁদের আটক করা হয়েছে৷ তাঁদের কাছে যে জিনিসপত্র ছিল, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে ৷ বাইরেও যে দু’জন ছিলেন, তাঁদেরও গ্রেফতার করা হয়েছে ৷

ওম বিড়লা আরও বলেন, "জিরো আওয়ারে (প্রশ্নোত্তর পর্ব) ঘটে যাওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে । দিল্লি পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ।’’ যে হলুদ রংয়ের গ্যাস ছড়ানো হয়, তা নিয়ে অধ্যক্ষ বলেন, ‘‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে এটি শুধুমাত্র একটি ধোঁয়া ছিল এবং ধোঁয়া সম্পর্কে চিন্তা করার দরকার নেই ।"

সেই সময় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন ৷ সেই সময় অধ্যক্ষ জানান যে তিনি পরে বিষয়টি নিয়ে সকলের সঙ্গে আলোচনা করবেন ৷ সকলের মতামতের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে ৷ এর পরই তিনি লোকসভায় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন ৷

আরও পড়ুন:

  1. 22 বছর পূর্তির দিন সংসদে হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, গ্যালারি থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে আটক দুই
  2. সংসদ ভবনে হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তার গাফিলতি দেখছেন শাসক ও বিরোধী সাংসদরা
  3. আচমকা গুলির শব্দ ! জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের লড়াই, ফিরে দেখা সংসদে জঙ্গি হামলার ভয়াবহ স্মৃতি
Last Updated : Dec 13, 2023, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details