পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ এথিক্স কমিটির - Mahua Moitra

LS Ethics Committee Report on Mahua Moitra: মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করল এথিক্স কমিটি ৷ শুক্রবার তাদের বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে লোকসভার অধ্যক্ষের কাছে ৷

Mahua Moitra
মহুয়া মৈত্র

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 4:44 PM IST

Updated : Nov 9, 2023, 5:05 PM IST

নয়াদিল্লি, 9 নভেম্বর: 'ক্যাশ-ফর-কোয়েরি' কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করল লোকসভার এথিক্স কমিটি ৷ বৃহস্পতিবার সূত্রের মারফৎ এমনই খবর মিলেছে ৷

বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বে গঠিত এথিক্স কমিটি বৃহস্পতিবার এই নিয়ে বৈঠক করে এবং মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে রিপোর্ট তৈরি করে বলে খবর ৷ বৈঠকের পরে সোনকার সাংবাদিকদের জানান যে, কমিটির ছয়জন সদস্য সেই রিপোর্ট গ্রহণে সমর্থন করেছেন এবং চারজন এর বিরোধিতা করেছেন । সূত্রের দাবি, এথিক্স কমিটি কৃষ্ণনগরের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে । রিপোর্টটি এখন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হবে ।

এ দিন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর বলেন, "মহুয়া মৈত্রার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এথিক্স কমিটি একটি রিপোর্ট তৈরি করেছে । আজকের বৈঠকে রিপোর্টটি তৈরি করা হয়েছে । ছয় সদস্য একে সমর্থন করেছেন । চারজন সদস্য তাঁদের ভিন্নমতের রিপোর্ট দিয়েছেন ৷ আগামিকাল লোকসভার অধ্যক্ষের কাছে একটি বিশদ রিপোর্ট জমা দেওয়া হচ্ছে ৷ যা ব্যবস্থা নেওয়ার তা নেবেন অধ্যক্ষ ৷"

এথিক্স কমিটি এর আগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ আনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহরায়ের কথা শুনেছে । দেহদারায়ের শেয়ার করা তথ্যের ভিত্তিতে, বিজেপি সাংসদ মহুয়ার বিরুদ্ধে লোকসভায় অর্থ ও উপহারের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ এনেছিলেন ৷ বলা হয় যে, অর্থ ও উপহারের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে সংসদে প্রশ্ন করতেন তৃণমূল সাংসদ ৷ যদিও মহুয়া কোনও আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন । এ বিষয়ে তাঁর বয়ান শুনতেও তাঁকে ডেকে পাঠিয়েছিল এথিক্স কমিটি ৷ যদিও কমিটির সদস্যরা তাঁকে ব্যক্তিগত ও অনৈতিক প্রশ্ন করেছেন এই অভিযোগ তুলে সেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান মহুয়া মৈত্র ৷

ডিসেম্বরে বসছে সংসদের শীতকালীন অধিবেশন ৷ সেই অধিবেশনেই এই রিপোর্ট পেশ করবেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ তারপর ভাগ্য নির্ধারিত হবে মহুয়া মৈত্রের ৷

উল্লেখ্য, এথিক্স কমিটি যে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ করতে চলেছে, সেই তথ্য প্রকাশ পেয়ে যায় বুধবারই ৷ তবে বৈঠকের আগেই সেই গোপন তথ্য কীভাবে প্রকাশ্যে এল, সেই প্রশ্ন তুলে লোকসভার অধ্যক্ষকে চিঠি লেখেন তৃণমূল সাংসদ ৷ তবে অধ্যক্ষ ওম বিড়লা সেই চিঠির কোনও জবাব দেননি বলে দাবি করেন তিনি ৷

আরও পড়ুন:মহুয়ার সমর্থনে এগিয়ে এসে প্রতিহিংসার তত্ত্ব সামনে আনলেন অভিষেক

Last Updated : Nov 9, 2023, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details