নয়াদিল্লি, 1 মার্চ:মধ্যবিত্তের মাথায় হাত ! তিন রাজ্যে বিধানসভা ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের দাম ৷ বুধবার বাড়িতে ব্যবহৃত (domestic cylinder) এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 50 টাকা ৷ বাণিজ্যিক কাজে ব্যবহৃত (commercial cylinder) গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 350 টাকা । বেড়ে কলকাতায় বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম হল 1 হাজার 129 টাকা ৷ দিল্লিতে 14.2 কেজি সিলিন্ডারের দাম এখন 1 হাজার 103 টাকা ৷ মুম্বইতে 1 হাজার 112.5 টাকা এবং চেন্নাইতে 1 হাজার 113 টাকা ।
19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 350.50 টাকা বাড়ানো হয়েছে ৷ তার দাম হবে দিল্লিতে 2 হাজার 119.5 টাকা । কলকাতায় হবে 2 হাজার 221.5 টাকা ৷ মুম্বইতে 2 হাজার 126 টাকা এবং চেন্নাইতে 2 হাজার 268 টাকা । হায়দরাবাদে একটি ঘরোয়া সিলিন্ডারের দাম পড়বে 1 হাজার 118.5 টাকা । বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে 2 হাজার 268 টাকা (LPG Price Hike)।