নয়াদিল্লি, 19 মে: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike) ৷ বৃহস্পতিবার ঘরোয়া কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 3 টাকা 50 পয়সা ৷ এর ফলে দেশের সর্বত্রই রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেল ৷ কলকাতায় অবশ্য আগেই রান্নার গ্যাসের দাম হাজার টাকা পেরিয়েছে ৷ এর আগে, চলতি মাসের 7 তারিখই 50 টাকা করে বেড়েছিল রান্নার গ্যাসের দাম ৷
জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই দাম বেড়েছে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের ৷ চাপ পড়ছে আম জনতার হেঁসেলে ৷ তার উপর এদিন রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের চিন্তা আরও বাড়ল ৷ এদিন রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধির ফলে দিল্লিতে 14.2 কিলোর এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল 1 হাজার 3 টাকা ৷ এক বছরের মধ্যে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 809 টাকা থেকে বেড়ে হল 1003 টাকা ৷