নয়াদিল্লি, 30 জুন : বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৷ এক মহিলা-সহ পরিবারের চারজনের মৃত্যু ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির সহদরার ফার্স বাজার এলাকায় ৷
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার রাত 12 টা 15 নাগাদ বিস্ফোরণ ঘটার বিষয়ে একটি ফোন আসে ৷ এরপরেই নয়টি দমকল ঘটনাস্থলে পৌঁছায় ৷ বিস্ফোরণের জেরে বাড়ির ছাদের একটি অংশ ধসে পড়ে ৷
দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেন, "একটি বাড়িতে এলপিজি গ্যাস লিকের কারণে আগুন লাগে ৷ তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চারজন মারা যান ৷ 25 শতাংশ দগ্ধ অবস্থায় একজনকে হেজওয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷"