পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে মৃত 3 - lpg cylinder explosion

শুক্রবার রাত্রি 3 টে নাগাদ চিত্তরগড় এলাকার গুরুদ্বারের নিকট একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় পরিবারের তিন সদস্যের । বাকি 4 জনকে সঙ্কটজনক অবস্থায় জেলা চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় ।

রাজস্থানে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে মৃত 3
রাজস্থানে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারে মৃত 3

By

Published : Mar 19, 2021, 10:05 AM IST

চিত্তরগড়, 19 মার্চ : চিত্তরগড়ে সিলিন্ডার বিস্ফোরণ । বিস্ফোরণে ভেঙে পড়ে বাড়ির ছাদের একাংশ । দুর্ঘটনায় মৃত পরিবারের তিন । গুরুতর আহত আরও চার ।

দুর্ঘটনাটি রাজস্থানের চিত্তরগড় জেলার সদর থানার প্রতাপ নগরের । শুক্রবার রাত্রি 3 টে নাগাদ ওই এলাকার গুরুদ্বারের নিকট একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায় । তখন পরিবারের 7 সদস্য গভীর নিদ্রায় ছিলেন । কিছু বুঝে ওঠার আগেই ছাদের একাংশ ভেঙে পড়ে । ঘটনাস্থানেই মৃত্যু হয় পরিবারের তিন সদস্যের । বাকি 4 জনকে সঙ্কটজনক অবস্থায় জেলা চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় । তাঁদের অবস্থা গুরুতর হওয়ায়, তাঁদের উদয়পুরে স্থানান্তরিত করা হয় ।

আরও পড়ুন : ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 2, আহত 42

আগুন লাগার পর প্রতিবেশীরাই পুলিশ এবং দমকলে খবর দেয় । ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায় । পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস লিকের থেকেই এই আগুন লাগে ।

ABOUT THE AUTHOR

...view details