পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তামিলনাড়ুতে LPG সিলিন্ডার বিস্ফোরণে মৃত 3, আহত 4 - LPG সিলিন্ডার বিস্ফোরণ

রবিবার সকালে বিস্ফোরণের জেরে বাড়ির মাঝের দেওয়ালটি ভেঙে পড়ে ৷ ভাঙা দেওয়াল চাপা পড়েই সবাই মারা যান বলে জানা গিয়েছে ৷ ঘটনায় নিহতদের মধ্য়ে রয়েছেন ভাড়াটে জে কামাতচি ও তাঁর ছেলে জে হেমানাথ এবং প্রতিবেশী এস চন্দ্রা ৷ কামাতাচির স্বামী জে জনকিরামন ও তাঁদের আরেক সন্তান জে সুরেশ গুরুতর জখম হয়েছেন ৷

lpg-cylinder-explodes-three-killed-four-injured-in-tn
তামিলনাড়ুতে LPG সিলিন্ডার বিস্ফোরণে 3 জন মৃত, আহত 4

By

Published : Nov 15, 2020, 5:17 PM IST

তামিলনাড়ু, 15 নভেম্বর : তামিলনাড়ুতে গ্য়াস সিলিন্ডার বিস্ফোরণে নিহত 3 । ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন ৷ রবিবার ঘটনাটি ঘটে তামিলনাড়ুর আরানি এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে দু’টি ভাগ ছল ৷ একদিকে বাড়ির মালিক ও অন্য়দিকে ভাড়াটিয়ারা থাকতে ৷ ভাড়াটেদের ঘরেই এই বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনায় নিহতদের মধ্য়ে 8 বছরের এক বালক ও তার মা রয়েছে ৷

রবিবার সকালে বিস্ফোরণের জেরে বাড়ির মাঝের দেওয়ালটি ভেঙে পড়ে ৷ ভাঙা দেওয়াল চাপা পড়েই সবাই মারা যান বলে জানা গিয়েছে ৷ ঘটনায় নিহতদের মধ্য়ে রয়েছেন ভাড়াটে জে কামাতচি ও তাঁর ছেলে জে হেমানাথ এবং প্রতিবেশী এস চন্দ্রা ৷ কামাতাচির স্বামী জে জনকিরামন ও তাঁদের আরেক সন্তান জে সুরেশ গুরুতর জখম হয়েছেন ৷ এই ঘটনায় বাড়ির মালিক ডি মুক্তাবাইয়ের শরীরের 90 শতাংশ পুড়ে গিয়েছে ৷ তাঁর মেয়ে ডি মীনার শরীরের 50 শতাংশও আগুনে ঝলসে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর আহতদের আরানির স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ভেলোর হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ ঘটনায় তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী কে পালানিস্বামী শোক জ্ঞাপন করেছেন ৷ নিহতদের পরিবারকে 2 লাখ টাকা, গুরুতর জখমদের 1 লাখ এবং সামান্য় আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য়ের আশ্বাস দিয়েছে তামিলনাড়ু সরকার ৷ এই ঘটনার পরেই তামিলনাড়ুর মন্ত্রী সেভুর রামচন্দ্রান এবং জেলাশাসক ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজের তদারকির নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি আহতদের সেরা চিকিৎসার ব্য়বস্থা করতে বলেছেন ৷

পাশাপাশি পালানিস্বামী এও আবেদন করেন, তামিলনাড়ুর মানুষ যেন LPG সিলিন্ডার ব্য়বহারে আরো সতর্ক হন ৷ তামিলনাড়ুর PMK দলের প্রতিষ্ঠাতা তথা নেতা এস রামাদোস সরকারের কাছে দাবি জানিয়েছেন, নিহতদের পরিবারকে 25 লক্ষ এবং আহতদের 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় দেওয়া হোক ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িটিকে আবারও তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি সাধারণ মানুষের কাছে তিনি আবেদন জানান, LPG সিলিন্ডার নিয়ে অবহেলা জীবন হানিকর হতে পারে ৷ তাই কোনোরকম সমস্য়া দেখা দিলে তৎক্ষণাত গ্য়াসের সংস্থাকে যেন খবর দেয় মানুষ ৷ একইসঙ্গে সচেতনা মূলক প্রচারের ব্য়বস্থাও করার দাবি জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details