পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এপ্রিলের 1 তারিখের পর সর্বনিম্ন সংক্রমণ দিল্লিতে - covid 19

গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 233 জনের ৷

lowest-number-of covid 19 cases-in-delhi-after-april-1
lowest-number-of covid 19 cases-in-delhi-after-april-1

By

Published : May 20, 2021, 3:30 PM IST

Updated : May 20, 2021, 5:28 PM IST

নয়া দিল্লি, 19 মে : এপ্রিলের 1 তারিখের পর সর্বনিম্ন সংক্রমণ দিল্লিতে ৷ গত 24 ঘণ্টায় রাজধানীতে করোনায় সংক্রমিত 3 হাজার 231 জন ৷ সংক্রমণের হার কমে হল 5.5 শতাংশ ৷ অন্যদিকে গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 233 জনের ৷

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রথম থেকেই জেরবার ছিল দিল্লি ৷ সংক্রমণ ও মৃত্যু ছিল লাগামছাড়া ৷ হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় করোনা রোগীদের ৷ যার পর একাধিক ব্যবস্থা নেয় দিল্লি সরকার ৷ অন্যদিকে লকডাউন ঘোষণা হয় ৷ এরপরই ধীর ধীরে সংক্রমণ কমতে থাকে রাজধানীতে ৷ গত এপ্রিল মাসের 1 তারিখে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 2 হাজার 790 ৷ তারপর ফের গত 24 ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা সর্বনিম্ন ৷

যদিও দিল্লি এখনও বিপন্মমুক্ত নয় ৷ আজই দিল্লি হাইকোর্ট বলেছে, যে সব হাসপাতালে 100টি কিংবা তার বেশি শয্যা রয়েছে সেখানে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হবে, যাতে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু না হয় ৷

Last Updated : May 20, 2021, 5:28 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details