নয়াদিল্লি, 17 জানুয়ারি: একদিনে রেকর্ড পরিমাণ কমল করোনা সংক্রমণের হার (India Records Lowest Daily Covid Cases) ৷ ভরতে একদিনে করোনায় আক্রান্ত হলেন 89 জন ৷ 2020 সালের 27 মার্চ মাসের পর এটাই সর্বনিম্ন সংক্রমণ ৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে 2 হাজার 35 জন (COVID-19)৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 4.46 কোটি (4 কোটি 46 লক্ষ 81 হাজার 233) ৷ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 5 লক্ষ 30 হাজার 726 জনের ৷
স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য় অনুযায়ী জানা গিয়েছে , সপ্তাহিক সংক্রমণের হার কমে 0.09 শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার 0.05 শতংশ হয়েছে ৷ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন মাত্র 0.01 শতাংশ (New COVID-19 Affected)৷ কোভিড সংক্রমণেমর হার কমার পাশাপাশি সুস্থতার হারও বেশ বৃদ্ধি পেয়েছে ৷ প্রায় 98.80 শতাংশ মানুষ করোনা মুক্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ দেশে 24 ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন 84 জন ৷