নয়াদিল্লি, 30 অক্টোবর: কেরলে বোমা বিস্ফোরণ মামলার তদন্তকারী কর্তারা সোমবার দাবি করেছেন বিস্ফোরণের জন্য নিম্ন মানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল ৷ যার জেরে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছিল। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর দল পৃথকভাবে ঘটনার তদন্ত করছে।
এনএসজির এক সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, এই ঘটনায় নিম্ন মানের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সূত্র জানিয়েছে, "এলাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার জন্য এই বিস্ফোরকগুলি আদতে স্থানীয়ভাবে উপলব্ধ পেট্রোলের সঙ্গে মেশানো হয়েছিল ৷" আইইডি বিস্ফোরণে খেলনা গাড়ির রিমোট, মোবাইল ফোন, ব্যাটারি, সার্কিট, পেট্রোল এবং আতশবাজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলেও সূত্র মারফৎ জানা গিয়েছে।
যদিও ডোমিনিক মার্টিন নামে এক ব্যক্তি বিস্ফোরণের দায় স্বীকার করে জানিয়েছেন, তিনি এই হামলা চালিয়েছিলেন ৷ তদন্তকারী আধিকারিকরা ঘটনার পিছনে অবশ্য বড় কোনও রহস্য আছে কি না, তা তদন্ত করে দেখতে চাইছেন। সূত্র জানিয়েছে, "আমরা ঘটনার বৃহত্তর চিত্রটি খতিয়ে দেখছি। যদিও একজন ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেছে ৷ কিন্তু আমরা তদন্তের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছি না ৷"