পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেমিকাকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা, গুরুতর আহত হয়ে হাসপাতালে তরুণী - প্রেমিকাকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা

Boyfriend crushed his Girlfriend: প্রেমিকাকে গাড়ির তলায় পিষে মারার চেষ্টা যুবকের ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায় ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তরুণী ৷

Boyfriend crushed his Girlfriend
গুরুতর আহত হয়ে হাসপাতালে তরুণী

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 11:02 PM IST

থানে, 16 ডিসেম্বর: বন্ধুদের সঙ্গে নিয়ে প্রেমিকাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করল এক তরুণ ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায় ৷ ঘটনায় গুরুতর আহত হয় ওই তরুণী ৷ বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ অভিযুক্তের নাম অশ্বজিৎ গাইকওয়ার ৷ 11 ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে ৷ পুলিশে অভিযোগ করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

ঘটনাটি ঘটে ওভালা এলাকার ঘোড়বন্দর রোডে ৷ তরুণীর অভিযোগ, সোমবার ভোর 4টে 30 নাগাদ ঘটে এই ঘটনা ৷ ওভালার একটি হোটেলে অশ্বজিৎ তাঁকে দেখা করতে বলেন ৷ তিনি যেতেই অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে তাঁর ঝগড়া শুরু হয় ৷ যদিও ঝগড়ার সঠিক কারণ এখনও সামনে আসেনি ৷ এই ঝগড়াই পৌঁছয় হাতাহাতিতে ৷ তরুণীকে রীতিমতো মারধর করতে শুরু করে অশ্বজিৎ ৷ প্রেমিকার হাতে কামড়ও দেয় সে ৷

এরপর সে বন্ধুদের হুকুম দেয়, এই তরুণীকে গাড়ির তলায় পিষে ফেলতে ৷ আদেশ পালন করে তার দুই সঙ্গী রমিল পাতিল এবং সাগর শেলখে ৷ এই ঘটনায় পায়ে মারাত্মক চোট পান ওই যুবতী ৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে ৷ ঘটনার কথা অবশ্য় সঙ্গে সঙ্গে সামনে আসেনি ৷ ওই যুবতী একটি সোশাল মিডিয়া পোস্টে তাঁর সঙ্গে ঘটে যাওয়া এই বিভৎস ঘটনার কথা তুলে ধরেন ৷

কাসরওয়াড়াবালি থানায় এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে ৷ অশ্বজিৎ-সহ আরও দুই তরুণের নাম রয়েছে তাতে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ কারণ এই ঘটনায় যুক্ত এক অভিযুক্তের বাবা পুলিশের বড় কর্তা ৷ আর তাই ঘটনাটিকে অন্যভাবে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয়েছে ৷ তবে অবশেষে থানের ডেপুটি কমিশনার অমর সিং যাদব এই ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

আরও পড়ুন:

  1. পানীয় জল নেওয়া ঘিরে অশান্তি, ধাক্কাধাক্কিতে মৃত্যু ব্যক্তির! গ্রেফতার দুই প্রতিবেশী
  2. নেশাগ্রস্ত অবস্থায় 11 বছরের মেয়েকে ধর্ষণ, দু'বার যাবজ্জীবন কারাদণ্ড বাবার
  3. 6 বছরের শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা ! অভিযুক্ত বেকসুর খালাস পাওয়ায় কান্নায় ভাসলেন বাবা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details