পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Lover Arrested for Murder: প্রেমিকাকে খুন করে দেহ লোপাট ! গ্রেফতার প্রেমিক - খুন

শ্রদ্ধা হত্য়াকাণ্ডের (Shraddha Murder Case) ছায়া হরিয়ানার (Haryana) করনালে (Karnal) ৷ বনিবনা না-হওয়ায় 'বিবাহিতা' প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ৷ মৃতার দেহ উদ্ধারের পর গ্রেফতার অভিযুক্ত যুবক (Lover Arrested for Murder) ৷

Lover arrested for alleged Murder of Married Girlfriend in Karnal of Haryana
Lover Arrested for Murder: বিবাহিতা প্রেমিকাকে খুন করে দেহ লোপাট ! গ্রেফতার প্রেমিক

By

Published : Nov 17, 2022, 6:44 PM IST

করনাল (হরিয়ানা), 17 ই নভেম্বর:দিল্লির (Delhi) শ্রদ্ধা হত্য়াকাণ্ড (Shraddha Murder Case) নিয়ে এখনও তোলপাড় চলছে সারা দেশে ৷ এরই মধ্য়েই সামনে এল প্রায় একই ধরনের আরও একটি ঘটনা ৷ এবারের ঘটনাস্থল হরিয়ানার (Haryana) করনাল (Karnal) ৷ রেণু (Renu) নামে এক বিবাহিতা তরুণীকে খুনের অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে (Lover Arrested for Murder) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেণুকে প্রায় দু'মাস আগে খুন করা হয় ৷ ইতিমধ্য়েই তাঁকে খুনের কথা স্বীকার করেছেন তাঁর ওই প্রেমিক ৷ দু'দিন আগেই তাঁকে আটক করে পুলিশ ৷ টানা জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন ওই যুবক ৷ জানান, তিনিই খুন করেছেন রেণুকে ৷ ওই যুবকের দেওয়া তথ্য অনুসারেই একটি নর্দমা থেকে রেণুর দেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের পর দেহটি রেণুর পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন:পরিচয় গোপন রাখতে কাটা মুণ্ড ফেলার আগে শ্রদ্ধার মুখ পুড়িয়ে দিয়েছিল আফতাব !

পুলিশের হাতে আসা তথ্য বলছে, পেশায় আশাকর্মী রেণু আদতে সমলখার বাসিন্দা ৷ কিন্তু, বিয়ের পর থেকেই তিনি করনালের নিউ প্রীতম নগরে থাকতেন ৷ 2005 সালে এই এলাকারই বাসিন্দা পরবিন্দরের সঙ্গে বিয়ে হয় তাঁর ৷ গত 19 সেপ্টেম্বর অন্য়ান্য দিনের মতোই নিজের স্কুটার নিয়ে কাজে বের হন রেণু ৷ স্বামীকে বলে যান, বেলা 10টার মধ্য়েই বাড়ি ফিরে আসবেন ৷ কিন্তু, বিকেল 5টা বেজে গেলেও আর বাড়ি ফেরেননি রেণু ৷ এরপরই তাঁর খোঁজে নানা জায়গায় তল্লাশি শুরু করে দেন আত্মীয়রা ৷ কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি ৷ শেষমেশ স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়ারি করা হয় ৷

আত্মীয়দের সন্দেহ ছিল, উত্তরপ্রদেশের বাসিন্দা এক যুবক রেণুর সঙ্গে খারাপ কিছু করে থাকতে পারেন ৷ ওই যুবকের নাম রবিন্দর ৷ এরই ভিত্তিতে দু'দিন আগে রবিন্দরকে আটক করে পুলিশ ৷ জানা যায়, আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে করনালেই থাকেন তিনি ৷ গত চারবছর ধরে বিবাহিতা রেণুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু, আটমাস আগে থেকে এই যুগলের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ রবিন্দর জানিয়েছেন, তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ৷ কিন্তু, বেঁকে বসেন রেণু ৷ আর তার জেরেই রেণুকে খুন করেন তিনি এবং প্রেমিকার লাশ বস্তায় ভরে ফেলে দেন নর্দমায় ৷ পুলিশ ইতিমধ্যেই সেই বস্তাবন্দি পচা, গলা দেহ উদ্ধার করেছে ৷ বুধবার গভীর রাতে দেহটি খুঁজে পায় পুলিশ ৷ বৃহস্পতিবার সেটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় ৷ খুনের বিষয়টি পরিষ্কার হওয়ার পরই জিতেন্দরকে গ্রেফতার করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details