পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেআইনি ধর্মান্তর নিষিদ্ধ আইন নিয়ে 2 রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

ভিন্ন ধর্মে বিয়ের পর জোর করে ধর্ম পরিবর্তনের ঘটনা রুখতে আইন তৈরি করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। সেই আইনের বৈধতা এবং আইনের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়।

Love Jihad law SC issues notices to UP Uttarakhand and Himachal
বেআইনি ধর্মান্তর আইন নিয়ে নোটিস সুপ্রিম কোর্টের

By

Published : Jan 6, 2021, 1:39 PM IST

Updated : Jan 6, 2021, 1:44 PM IST

দিল্লি, 6 জানুয়ারি : বেআইনি ধর্মান্তর রুখতে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের আনা আইনের বৈধতার বিষয়টি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট । সেই নিয়েই দায়ের হওয়া একগুচ্ছ মামলার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারকে নোটিস দিল শীর্ষ আদালত।

প্রসঙ্গত, ভিন্ন ধর্মে বিয়ের পর জোর করে ধর্ম পরিবর্তনের ঘটনা রুখতে আইন তৈরি করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার। সেই আইনের বৈধতা এবং আইনের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়।

মামলাকারীদের তরফে আবেদনে বলা হয়েছে, এই আইন সংবিধানের গঠন প্রক্রিয়ার বিরুদ্ধ। সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে, সমানাধিকারের বিরুদ্ধ বলে অভিযোগ করা হয়েছে। এক মামলাকারীর কথায়, এই আইন সমাজের ভিতরকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করবে। এমনকী মুসলিম সম্প্রদায়ের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি সন্দেহজনক করে তুলবে বলে অভিযোগ করেন ওই মামলাকারী।

Last Updated : Jan 6, 2021, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details