লখনউ (উত্তরপ্রদেশ), 24 নভেম্বর: লাভ জিহাদের (Love Jihad) অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউতে ৷ সেখানকার পারা থানার পুলিশ সলমন ও ময়ঙ্ক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মূল অভিযুক্ত সলমন ৷ আর গোটা ঘটনায় সহযোগিতা করার অভিযোগ উঠেছে ময়ঙ্কের বিরুদ্ধে ৷
পুলিশ জানিয়েছে, পারা থানা এলাকায় এক নাবালিকাকে গত 13 নভেম্বর অপহরণের (Abduction) অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে ৷ ওই নাবালিকাকে নিয়ে প্রথমে সে চলে যায় হরিয়ানায় ৷ পরে সেখান থেকে উত্তরাখণ্ডে চলে যায় ৷ সেখানেই মেয়েটিকে বিয়ে করে সলমন ৷ বিয়ের আগে জোর করে মেয়েটির ধর্ম পরিবর্তন করা হয় বলে অভিযোগ ৷
পুলিশের কাছে এই ঘটনার অভিযোগ জমা পড়ে গত 14 নভেম্বর ৷ অভিযোগে জানানো হয়, নাবালিকা ওই মেয়েটিকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে মহম্মদ সলমন ৷ সে মেহবুবগঞ্জ থানার সআদতগঞ্জের বাসিন্দা ৷ ঘটনার গুরুত্ব বুঝে তদন্ত শুরু করে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে জানা যায় যে সলমনকে সাহায্য করেছে ময়ঙ্ক-সহ একাধিক যুবক ৷