অমৃতসর, 11 মে: আবারও স্বর্ণমন্দিরে বিস্ফোরণ। আবারও পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে চোরা আতঙ্ক । আবারও তটস্থ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে স্বর্ণমন্দিরে আশপাশে বিকট শব্দ শোনা গিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল বিস্ফোরণের জেরেই এই বিকট শব্দ শোনা গিয়েছে। এরপরই ঘটনার তদন্তে নেমে 5 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে শান্তি বিঘ্নিত করতেই তারা বিস্ফোরণ ঘটায়।
গত এক সপ্তাহের মধ্যে মোট তিনবার বিস্ফোরণের ঘটনা ঘটল। অমৃতসরের পুলিশ কমিশনার নিহাল সিং সাংবাদিকদের রাতে জানিয়েছিলেন, রাত সাড়ে বারোটা নাগাদ মন্দিরের আশপাশে বিকট শব্দ শোনা যায়। কোনও একটি বিস্ফোরণের জেরেই এমন শব্দ হয়ে থাকতে পারে । তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকায় তল্লাশি চলছে। ঠিক কী ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা হচ্ছে। এর নেপথ্যে কারা আছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এর কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, প্রাথমিক তল্লাশিতে বেশ কিছু সন্দেহজনক বস্তু খুঁজে পেয়েছে পুলিশ। তবে সেগুলি কী তা প্রকাশ্যে আনা হয়নি। বৃহস্পতিবার সেগুলির পরীক্ষা হবে । পাশাপাশি আরও একবার এলাকায় তল্লাশি চালানো হবে। পরপর এই ধরনের ঘটনায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিতে যা যা দরকার করছে।