পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Narendra Modi: 'রাজ্যের সর্বত্র পদ্মফুল ফুটবে', কেসিআরের তেলেঙ্গানায় মোদির চ্যালেঞ্জ

সামনের বছর বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ মুখ্যমন্ত্রী কেসিআর মোদি বিরোধী বলেই বিশেষ পরিচিত ৷ শনিবার একটি জনসভায় বিজেপি কর্মীদের চাঙ্গা করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi over Telengana) ৷

By

Published : Nov 12, 2022, 7:58 PM IST

Narendra Modi
ETV Bharat

হায়দরাবাদ, 12 নভেম্বর: "রাজ্যের সর্বত্র পদ্মফুল ফুটবে", মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ শনিবার তিনি তেলেঙ্গানায় আসেন ৷ এখানে বেগামপেট বিমানবন্দরে একটি জনসভায় বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন ৷ বিরোধী তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসকে আক্রমণ করে তিনি আরও জানান, যাঁরা মানুষ এই দলে আস্থা রেখেছিলেন, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই রাজনৈতিক দলটি ৷

2023 সালে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন (2023 Assembly elections) ৷ এখানে বিজেপির প্রতিপক্ষ মুখ্যমন্ত্রীর কেসিআরের টিআরএস ( K Chandrasekhar Rao-led TRS government) ৷ প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় নাম উল্লেখ না-করে বলেন, "এখানে সরকার ও নেতারা তেলেঙ্গানার ক্ষমতা এবং রাজ্যবাসীর মেধার সঙ্গে অবিচার করে চলেছে ৷ তেলেঙ্গানা যে দলটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, সেই দলটিই রাজ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷" তবে অন্ধকারের মাঝেই পদ্মফুল ফুটতে শুরু করে, জানান মোদি ৷ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (Telengana Rashtra Samithi) মাঝে মাঝেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে ৷ এ নিয়ে তিনি রাজ্যের বিজেপি কর্মীদের দুশ্চিন্তা না-করার আশ্বাস দেন ৷

আরও পড়ুন: জায়ান্ট স্ক্রিনে বিধায়কদের মিটিংয়ের ভিডিয়ো, সাংবাদিক ডেকে মোদিকে সতর্ক করলেন কেসিআর

মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে (Munugode Assembly By-Poll) সম্প্রতি উপ-নির্বাচনে জয়ী হয়েছে টিআরএস ৷ বিজেপি দ্বিতীয় স্থানে ৷ এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি জানান, যেভাবে এই বিধানসভা কেন্দ্রের মানুষ সাড়া দিয়েছে, তা তাঁর কাছে অভূতপূর্ব ৷ দুব্বাক এবং হুজুরাবাদ বিধানসভা কেন্দ্রে (Dubbak and Huzurabad Assembly bypolls) উপনির্বাচনে গত দু'বছরে বিজেপির সাফল্যের প্রসঙ্গ উত্থাপন করেন মোদি ৷ তিনি বলেন, "সম্প্রতি যে উপনির্বাচনই হোক না কেন, বার্তা পরিষ্কার ৷ তেলেঙ্গানায় সূর্যোদয়ের খুব বেশি দেরি নেই ৷ অন্ধকার অদৃশ্য হয়ে যাবে ৷ রাজ্যের সব জায়গায় পদ্মফুল ফুটবে ৷"

তথ্যপ্রযুক্তির শহর হিসেবে খ্যাত হায়দরাবাদে এখন কুসংস্কারের চর্চা চলছে, উল্লেখ করেন মোদি ৷ বোঝাই যায়, এর তীর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের দিকে ৷ তিনি বলেন, "এবার তেলেঙ্গানার মানুষ এমন একটি সরকার চায়, যে সব পরিবারের জন্য কাজ করবে ৷ শুধুমাত্র একটি পরিবার নয় ৷ তারা বিজেপিকেই চায় ৷" লালকেল্লায় তাঁর বক্তৃতা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "আমি তেলেঙ্গানাবাসীকে নিশ্চিত করে বলছি, যাঁরা গরিবদের লুট করেন, তাঁরা কেউ রেহাই পাবেন না ৷" লালকেল্লায় তিনি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছিলেন ৷

বিজেপি স্তুতি ছাড়াও মোদি দেশজুড়ে বিনামূল্যে রেশন বিলি ও টিকাকরণ, অন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির কথা উল্লেখ করেন ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন কেসিআর', আক্রমণ রাহুলের

ABOUT THE AUTHOR

...view details