ত্রিশূর (কেরল), 19 জুন: অনলাইনে জুয়া খেলে খুইয়েছেন 50 লাখ টাকা ৷ তার উপরে রয়েছে আরও 23 লাখ টাকার ধার ৷ মোট 73 লাখ টাকার ধার শোধ করতে অভিনব উপায় খুঁজে বের করলেন ভিলেজ ফিল্ড অ্যাসিসট্যান্ট লিজো। ভাবলেন, ব্য়াঙ্ক ডাকাতি করে ধার মেটাবেন। কিন্তু শেষরক্ষা হল না। শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন তিনি ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
অভিযোগ, শনিবার বিকেল থেক্কুমকারা গ্রামের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট লিজো আথানি এলাকার ফেডারেল ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা করেন। তিনি ফেডারেল ব্যাঙ্কের এই শাখা থেকেই ঋণ নিয়েছিলেন। সেখানে গিয়ে ব্যাঙ্ক কর্মচারীদের উপর চড়াও হন । তাঁদের গায়ে পেট্রোল ঢেলে ব্যাঙ্ক ডাকাতির হুমকি দেন। লকারের চাবি পৌঁছে যান অ্যাসিট্যান্ট ম্যানেজারের ঘরেও ৷ কিন্তু স্থানীয়দের সহায়তায় ব্যাঙ্কের আধিকারিকরা অভিযুক্ত ধরে ফেলেন ৷
আরও পড়ুন: মন কি বাতে নেই মণিপুরের কথা, ক্ষোভে রেডিয়ো ভাঙল ইম্ফলের জনতা